কাল থেকে কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু TTF SUMMER

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ২১, ২০১৯ @ ১৪:৫৭

এসপিটি নিউজ, কলকাতা, ২১ ফেব্রুয়ারিঃ ভারতের সর্ববৃহৎ ভ্রমণ বাণিজ্য প্রদর্শনীর মাধ্যম হল ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার বা TTF.  ১৯৮৯ সালে ভ্রমণ বাণিজ্যের এক উন্মুক্ত প্রদর্শনের জন্য দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এই বাণিজ্য মেলার সূচনা হয়েছিল। এরপর থেকে এই প্রদর্শন সারা দেশে পর্যটনপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।এবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে TTF SUMMER.

আগামী ২২-২৪ শে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে TTF SUMMER । জুলাই ২০১৮ থেকে শুরু করে এই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে দেশের ৯টি শহরে ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত।এই শহরগুলি হল-কলকাতা, হায়দ্রাবাদ, আমেদাবাদ, সুরাট, পুণে, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু।

আঞ্চলিক পর্যায়ে TTF ব্রান্ডে দেশের ৯টি শহরে প্রদর্শনের পর অনুষ্ঠিত হয় OTM মুম্বই-এ ।যা এশিয়া প্যাসিফিকের মধ্যে সর্ববৃহৎ ভ্রমণ বাণিজ্য প্রদর্শনীর মর্যাদা পেয়েছে। যেখানে অংশ নেয় ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। অংশ নেয় বিশ্বের ৮০টির মতো দেশ।

এবার এই TTF SUMMER অনুষ্ঠিত হতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। যেখানে অংশ নিতে চলেছে ভারতের ২৪টি রাজ্য ও বিশ্বের ১৩টি দেশ।স্টল থাকছে ৪০০টিরও বেশি।

ইতমধ্যে ভারতে পর্যটকদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে ভারতে পর্যটকদের গ্রোথ রেট ২০ মিলিয়নেরও বেশি। TTF-এর এক পরিসংখ্যান জানাচ্ছে আগামী তিন বছরে এই রেট দ্বিগুন ৪৫ মিলিয়ন ছাড়িয়ে যাবে।

Published on: ফেব্রু ২১, ২০১৯ @ ১৪:৫৭

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 22 = 25