‘রাগিনী ভিডিও’র দোকান মালিকই হল শেষে যত রাগের কারণ

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতাকৃষ্ণা দাস

Published on: সেপ্টে ২০, ২০১৮ @ ২০:৩৭

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২০সেপ্টেম্বরঃ দোকানের এমন সুন্দর নাম দিয়েছিলেন যে শেষে সেই নামই তার কাছে কাল হয়ে উঠল। ‘রাগিনী ভিডিও’ নামে এক ভিডিও-ফটোগ্রাফির দোকানের আড়ালে চালাচ্ছিলেন সরকারি জাল নথিপত্র তৈরির কারবার। শিলিগুড়ির মেট্রোপলিটন কমিশনারেট পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট তা জেনে যায়। চলে অভিযান। পুলিশ-প্রশাসনের সমস্ত রাগ গিয়ে পড়ে ‘রাগিনী ভিডিও’র দোকান মালিকের উপর। সেখানে হানা দিয়ে প্রচুর সরকারি জাল নথি সমেত গ্রেফতার হয় দোকান মালিক সুনীল সাহানিকে।

বেশ কিছু জাল সরকারি নথি, রবার স্ট্যাম্প, জাল ড্রাইভিং লাইসেন্স সহ নকল বিভিন্ন কাগজপত্র বাজেয়াপ্ত করে। অন্যান্য নানা সামগ্রী ছাড়াও একটি কম্পিউটার ও একটি হার্ড ডিক্স পুলিশের হাতে এসেছে। যেখানে কয়েক হাজার নকল নথি তৈরি করা ছিল।

শিলিগুড়ি শহরের ভক্তিনগর থানার অন্তর্গত প্রকাশনগরে ‘রাগিনী ভিডিও’ নামে একটি দোকান। সামনে ভিডিও এডিটিং আর তার পেছনেই সরকারি সমস্ত রবার স্ট্যাম্প, সরকারি বিভিন্ন দপ্তরের জাল কাগজপত্র, কম্পিউটার, প্রিন্টিং মেশিন, ল্যামিনেশন মেশিন সহ নকল করার নানান ধরনের মেশিন সাজিয়ে চলছিল ব্যবসা।

সরকারি অফিসে লাইন দিয়ে, সমস্ত নিয়ম কানুন মেনে, নির্দিষ্ট টাকা জমা করে, সমস্ত সত্য-মিথ্যা যাচাইয়ের পরই পাওয়া যায় এই সমস্ত নথি। কিন্তু তার বাইরেও আলাদা করে সেই সমস্ত জাল নথি আসলের মত করে বিক্রি করতে পসরা পেতে বসেছিল শিলিগুড়ির এই ব্যক্তি। সামনে ভিডিও বা ফটোগ্রাফির দোকান, আর তার আঁড়ালে চলত জাল নথি তৈরির কারবার।কিন্তু শেষ রক্ষা আর হল না।

Published on: সেপ্টে ২০, ২০১৮ @ ২০:৩৭

 

 

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

25 + = 26