চন্দ্রকোনার জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে বাঘের আতঙ্ক, বাসিন্দাদের নির্ভয় দিল বন দফতর

Main দেশ বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

চন্দ্রকোনা-২ নম্বর ব্লকের ৪নং কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের রামগড় এলাকায় এক অজানা জন্তুর পায়ের ছাপ।

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

 Published on: জুলা ৫, ২০১৯ @ ২২:০২ 

এসপিটি নিউজ, চন্দ্রকোনা, ৫জুলাই:  আবারও পশ্চিম মেদিনীপুর জেলায় বাঘের আতঙ্ক ছড়াল। চন্দ্রকোনা-২ নম্বর ব্লকের ৪নং কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের রামগড় এলাকায় এক অজানা জন্তুর পায়ের ছাপ দেখা যায়। তা ঘিরেই বাসিন্দাদের ভিতর আতঙ্ক দানা বেঁধেছে। যদিও প্রাথমিক ভাবে বন দফতর মনে করছে সেটি বাঘের নয় নেকড়ের। যদিও সবটাই পরীক্ষার পর নিশ্চিত করবেন। তবে তারা বাসিন্দাদের নির্ভয় দিয়ে বলেছেন- আপনারা অযথা আতঙ্কিত হবেন না। বন দফতর আপনাদের পাশে আছে।

রাতের জঙ্গলে ও কিসের আওয়াজ

জানা গিয়েছে, শুক্রবার সকালে গ্রামবাসীরা স্থানীয় ধামকুড়িয়ার জঙ্গল লাগোয়া মাঠে এক অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পায়। এরপরই সেই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই আতঙ্ক দানা বাঁধে। বৃহস্পতিবার রাতেও নাকি গ্রামবাসীদের অনেকেই জঙ্গলের ভিতর থেকে বিকট এক আওয়াজ পেয়েছেন যা শুনে অনেকের আশঙ্কা তা নাকি বাঘের। তাহলে কি জঙ্গলে ফের বাঘ হানা দিয়েছে? প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে বাসিন্দাদের। সবাই তাই সতর্ক।

পায়ের ছাপের ছবি ও নমুনা সংগ্রহ

ইতিমধ্যে পায়ের ছাপ সংগ্রহ করতে বন দফতরের চন্দ্রকোনার রাঞ্জাত মানস কান্তি ঘোষ, আঁধারনয়ন ও ধামকুড়িয়া বিটের দুইজন বিট অফিসার, চন্দ্রকোনার জয়েন্ট বিডিও এবং টাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। সেখানে গিয়ে তারা পায়ের ছাপের ছবি ও নমুনা সংগ্রহ করেন। বন আধিকারিক মানসবাবু জানান, “প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ওই পায়ের ছাপ নেকড়ের। তবে পরীক্ষার পর নিশ্চিত হবে।”তবে ওই পায়ের ছাপ বাঘের নয় বলেও তিনি জানিয়ে দেন।

এক বছর আগের সেই পুরনো ঘটনা

গত বছরই লালগড়ের ঝিটকার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের আতংক গ্রাম্বাসীদের ঘুম ছুটিয়ে দিয়েছিল। বাঘটিকে ধরতে ব্যর্থ হয়েছিল বন দফতর। অবশেষে শিকার উৎসবের সময় এক দল জঙ্গলে বাঘটিকে সামনে পেয়ে নৃশংস ভাবে হত্যা করে সেই মৃত বাঘটিকে নিয়ে উল্লাস করেছিল। বাঘ হত্যাকারীরা কৌশলে রক্ষাও পেয়ে গিয়েছিল। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বাঘপ্রেমীরা।

ধামকুড়িয়ার গহন অরন্যে কি আছে?

আবারও কি সেই আতঙ্ক ফিরে এল পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনার এই ধামকুড়িয়ার গহন অরন্যে নেকড়ে, ভাম, বনবিড়াল, বরা নামক জন্তু আছে। তাছাড়া আরও অজানা জন্তু আছে এই জঙ্গলে। এখন সেখানে বাঘ ঢুকে পড়েনি তো? প্রশ্ন আর আতঙ্ক দুটোই তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদের। তবে সদা সতর্ক বন দফতর নজরে রাখছে এলাকাটিকে।

Published on: জুলা ৫, ২০১৯ @ ২২:০২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

54 − 50 =