চন্দন বাবার আস্তানা থেকে এক রাতে লোপাট ৪০০ বছরের প্রাচীন চন্দন গাছ

রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ৩০, ২০১৭ @ ২১:১৩

এসপিটি নিউজ, মেদিনীপুরঃ এলাকার ঐতিহ্য-সম্প্রিতির সঙ্গে জড়িয়ে আছে মেদিনীপুর শহরের বিখ্যাত আলি হজরত চন্দন বাবার মাজার শরিফ। আর এর ভিতরে বহু প্রাচীন প্রায় ৪০০ বছরের পুরনো একটি চন্দন গাছকে ঘিরে ছিল স্থানীয় মানুষজনের অনেক স্মৃতি-বিশ্বাস-ভালবাসা।তাতেই নেমে এল আঘাত। শনিবার সকাল হতেই দেখা গেল মাজার শরিফের ভিতর থেকে কে বা কারা গোটা চন্দন গাছকেই প্রায় গোড়া থেকে কেটে সাবার করে দিয়েছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। এক রাতের মধ্যে একটা বড় চন্দন গাছ কিভাবে লোপাট হয়ে যেতে পারে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাই।

তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির কার্যকরী জেলা সভাপতি আলি আকবর খান বলেন, প্রায় ৪০০ বছরের বহু মূল্যবান চন্দন গাছটি শুক্রবার রাতে দুস্কৃতীরা চুরি করে নিয়ে গেছে চন্দন বাবার আস্তানা থেকে। এটি একটি নিন্দনীয় ও অমানবিক কাজ, যা মানুষের দুর্বল ভাবাবেগে আঘাত দিয়েছে। তিনি বলেন, কোতয়ালি থানায় চন্দন গাছ চুরির লিখিত অভিযোগ দায়ের করা হয়।মেদিনীপুরের বিখ্যাত অলির মাজার শরিফের ভিতর থেকে অর্থাৎ চন্দন বাবার আস্তানা থেকে ৪০০ বছরের পুরনো চন্দন গাছ চুরির ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা আছে। আলি আকবর খান এলাকাবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Published on: ডিসে ৩০, ২০১৭ @ ২১:১৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

52 − = 48