সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যবাসীকে করোনা ভ্যাকসিন দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Main কোভিড-১৯ রাজ্য
শেয়ার করুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন-‘আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।’

Published on: জানু ১০, ২০২১ @ ১৬:০৬

এসপিটি নিউজ:  গতকালই এক উচ্চ পর্যায়ের বৈঠকের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন যে এ মাসের ১৬ তারিখ থেকে সারা দেশে করোনার টিকা দেওয়া শুরু হবে। অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমে তিন কোটি স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের দেওয়া হবে। এরপর আরও ২৭ কোটি মানুষকে অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে। ঠিক পরদিনই অর্থাৎ আজ নবান্ন থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে এক চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে তাঁর সরকার সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের সমস্ত মানুষকে করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করেছে।

মুখ্যমন্ত্রী চিঠিতে যে কথা লিখেছেন

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন- প্রিয় সাথী, কোভিড-১৯ এর মোকাবিলায় একজন কোভিড যোদ্ধা হিসাবে আপনি ও রাজ্যের সকল পুলিশকর্মী/হোমগার্ড/অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক/সংশোধনাগার কর্মী/বিপর্যয় মোকাবিলা দফতরে নিযুক্ত কর্মী যেভাবে সর্বশক্তি দিয়ে মানুষের পাশে থেকে তাদের সহায়তা করেছেন এবং তাদের সেবা করে চলেছেন তার জন্য শুরুতেই আমি আপনাদের পরিবারের সকলকে কুর্নিশ জানাই। আপনি জানেন কোভিড-১৯ -এর ভ্যাকসিন আসতে চলেছে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। বাংলার সমস্ত পুলিশ, হোমগার্ড, অসামরিক প্রতিরক্ষা স্বচ্ছাসেবক, সংশোধনাগার ও বিপর্যয় মোকাবিলা দফতরের কাছে আমরা এই ভ্যাকসিন পৌঁছে দেব।”

শনিবারই প্রধানমন্ত্রী করেন উচ্চ পর্যায়ের বৈঠক

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন। এতে তিনি টিকা দেওয়ার জন্য রাজ্যগুলির প্রস্তুতিও পর্যালোচনা করেছিলেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, স্বাস্থ্য সচিব এবং অন্যান্য উর্ধতন কর্তারা বৈঠকে অংশ নেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সোশ্যাল মিডিয়ায় জাতিকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, “16 জানুয়ারি কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে।” এই দিন থেকে জাতীয় পর্যায়ে টিকা অভিযান শুরু হবে। এতে আমাদের সাহসী চিকিৎসক, স্বাস্থ্যসেবা কর্মী-সহ সকল ফ্রন্টলাইনের কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।”

কোথায় করোনার হাব

বর্তমানে, সারা দেশে 41 টি গন্তব্য (বিমানবন্দর) সনাক্ত করা হয়েছে, যেখানে ভ্যাকসিন সরবরাহ করা হবে। দিল্লি এবং কর্নালকে উত্তর ভারতে মিনি হাব করা হবে। কলকাতা এবং গুয়াহাটি পূর্বাঞ্চলের মিনি হাব করা হবে। গুয়াহাটি পুরো উত্তর-পূর্বের নোডাল পয়েন্ট। চেন্নাই এবং হায়দরাবাদ দক্ষিণ ভারতের পক্ষে নির্ধারিত পয়েন্ট হবে।

এখন করোনা ভ্যাকসিন কোথায় কবে কোন রাজ্যে দেওয়া হবে তা কেন্দ্র থেকেই নির্ধারিত হচ্ছে।এখন কবে থেকে এ রাজ্যের সমস্ত মানুষ টিকা পাবে তার জন্য অপেক্ষা করতেই হবে। কেননা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেই আগেই জানিয়ে দেওয়া দেওয়া হয়েছিল যে সমস্ত দেশবাসীকেই করোনা টিকা দেওয়া হবে এমন কথা তো কখনও বলা হয়নি। তাই ঠিক কতদিনে রাজ্যের সমস্ত মানুষ করোনার টিকা পান সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

Published on: জানু ১০, ২০২১ @ ১৬:০৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

66 − 63 =