এসপিটি নিউজ, দুর্গাপুরঃ ভোরে ঘুম ভাঙতেই দেখে মেয়ে ঘরে নেই। শুরু হয় খোঁজাখুজি। অভিযোগ করা হয় পুলিশের কাছে। মেয়ের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। জানতে পারে ওই নাবালিকাকে অপহরণ কোড়ে এলাকারই এক পরিত্যক্ত ঘরে আটকে রাখা হয়েছে। পুলিশ গিয়ে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে। সেখান থেকে ধরম আঁকুড়ে(১৮) নামে এক যুবক ও তার বাবা-মা-কে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের বুধবার আদলতে তোলা হবে।ঘটনাটি ঘটেছে ফরিদপুর থানার নতুনডাঙায়।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার তখন সবে মাত্র ভোরের আলো ফুটেছে। আর পাঁচটা দিনের মত ফরিদপুরের নতুনডাঙার বাসিন্দা রাজেশ টুডুর ঘুম ভেঙেছে। কিন্তু এটা কী হল- তাদের ১৫ বছরের মেয়ে গেন কোথায়? ততক্ষণে ঘুম ভেঙে গেছে তার স্ত্রী-রও। মেয়েকে ঘরে দেখতে নে পেয়ে শুরু করে দেন খোঁজাখুজি। কিন্তু মেয়ের কোনও খোঁজ না পেয়ে তারা তখন ছোটে স্থানীয় ফরিদপুর থানায়। পুলিশ সব কথা শোণে। তারাও এরপর আলাদা করে তল্লাশি চালাতে থাকে। এলাকায় সমস্ত আত্মীয়ের বাঁড়িতে খোঁজ করেও মেলে না ঐ নাবালিকার খোঁজ।পুলিশ তার নিজস্ব সূত্র ধরে নিখোঁজ ওই নাবালিকার পরিবারের অভিযোগের সাথে সাথেই তল্লাশি চালাতে থাকে। শেষমেশ মঙ্গলবার বিকালে একটি সুত্র থেকে পুলিশ ওই নাবালিকার খোঁজ পায়। নতুনডাঙায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে।ওই ঘরেই থাকা ধরম আঁকুড়ে এবং এই অপহরণকান্ডে মদত দেওয়ার অভিযোগে ধরমের বাবা নিরাময় আঁকুড়ে ও মা শীলা আঁকুড়েকেও গ্রেফতার করে ফরিদপুর থানার পুলিশ।
ওই নাবালিকার শারিরীক পরীক্ষা নিরিক্ষার জন্য তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানোর কথাও বলে পুলিশ।ধৃতদের বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলেও পুলিশ জানায়।