
Published on: জানু ১৩, ২০১৮ @ ১৯:৪৮
এসপিটি নিউজ,খড়্গপুর, ১৩ জানুয়ারিঃ পুলিশের চোখে ধুলো দিয়ে তারা বেশ কিছুদিন ধরেই গাঁজা পাচার করে। কিন্তু বারেবারেই পুলিশের হাত ফস্কে বেরিয়ে যাচ্ছিল তারা। শনিবার পুলিশ একেবারে তক্কে তক্কে ছিল।আগে থেকে খবর পেয়ে তারা খড়্গপুর বাসস্ট্যান্ডে গিয়ে হাতেনাতে ধরে ফেলল দুই গাঁজা পাচারকারীকে।তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ২২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ।
পুলিশের কাছে খবর ছিল ভিন রাজ্য থেকে গাঁজা সহ বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে এসে গোপনে মেদিনীপুর ও খড়্গপুর শহরের বিভিন্ন এলাকায় তা পাচার করত কারবারীরা। পুলিশ বেশ কয়েকবার জাল বিছিয়ে তাদের ধরলেও এই গোপন কারবার বন্ধ করা যায়নি। ফের তা চলছিল।
এদিন দুপুরে খড়্গপুর বাসস্ট্যান্ডে এসে হাজির হওয়ার সঙ্গে সঙ্গেই খড়্গপুর টাউন থানার পুলিশ দুজনকে ঘিরে ফেলে৷ ধৃতেরা হল প্রদীপ নায়েক,সন্তোষ নায়েক৷ বাড়ি খড়্গপুর শহরের ট্রাফিক ময়দান এলাকায়৷এই দুই যুবকের কাছ থেকে প্রায় ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ৷ ধৃতেরা ভিন রাজ্য থেকে গাঁজা নিয়ে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্থানে পাচার করে থাকে বলে পুলিশ জানতে পেরেছে৷
Published on: জানু ১৩, ২০১৮ @ ১৯:৪৮