খাতা-পেন নিয়ে হনুমান শুরু করে দিল লেখাপড়া, দেখে অবাক ক্লাসের ছাত্র-ছাত্রীরা

বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                      ছবি-বাপন ঘোষ

Published on: সেপ্টে ১৮, ২০১৮ @ ২০:৩৯

এসপিটি নিউজ, খড়্গপুর, ১৮ সেপ্টেম্বরঃ আজকাল ছাত্রী-ছাত্রীদের স্কুলমুখী করতে কত কিছুই না করতে হচ্ছে সরকারকে।সেখানে এক হনুমান নিজে থেকেই খাতা-পেন নিয়ে ক্লাস রুমে ঢুকে পড়ে মন দিয়ে লেখাপড়া করছে। কেউ তাকে তাড়াতেই পারছে না। শিক্ষক-শিক্ষিকা্রা ক্লাস নেওয়ার বদলে নজর সরাতে পারছেন সেই “বাধ্য ছাত্র”টির দিক থেকে। সত্যি এ এক আজব দৃশ্য। যা দেখে অবাক ক্লাসের অন্যান্য ছাত্র-ছাত্রীরাও।

খড়্গপুর খেমাশুলি অর্জুনি পল্লিউন্নয়নি জ্ঞান মন্দির উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার এমন কান্ড দেখে অবাক হয়ে যায় সকলে। সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনায় দেখা গেছে- এমন হনুমান যেখানে হানা দিয়েছে সেখানে কেউ না কেউ জখম হয়েছে। এক্ষেত্রে কিন্তু একেবারে ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।

ছাত্র-ছাত্রীদের কথায়-তারা সেসময় ক্লাস রুমে বসে ছিল। আচমকা কোথা থেকে একটি বিশালাকার হনুমান সেখানে চলে আসে। ভয় পেয়ে কয়েকজন ক্লাস থেকে পালিয়ে যায়। কিন্তু অনেকেই থেকে যায়। তারা তখন যা দেখে তাতে তাদের চোখ কপালে উঠে যায়। হনুমানটি সোজা গিয়ে পিছনের একটি বেঞ্চে চুপটি করে বসে পড়ে। সেখানে রাখা একজনের পেন নিজের হাতে তুলে নেয়। বাধ্য ছাত্রের মতো সে কলমটি হাতে নিয়ে সামনে রাখা খাতা খুলে কিসব লিখতে শুরু করে। সবাই তখন ওর কান্ডকারখানা দেখতে বসে যায়। এই সময় কিন্তু হনুমানটি কাউকে আঘাত করেনি। স্কুলের শিক্ষকরা ক্লাস রুমে এসে হনুমানটিকে চলে যেতে বলে। দু’একবার মুখ তুলে তাদের দিকে তাকায়। কোনও অভিব্যক্তি প্রকাশ করে না। ফের খাতায় মন দেয়। এমন অদ্ভুত কান্ড দেখে অবাক বনে যান শিক্ষক-শিক্ষিকারা। এর ফলে স্কুলের পঠন-পাঠন বন্ধ থাকে বেশ কিছুক্ষণ।

পরিস্থিতি বেগতিক দেখে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কলাইকুন্ডা বিট হাউসে খবর দেয়। তারা আবার বন দফতরকে জানায় বিষয়টি। এরপর বন দফতরের কর্মীরা এসে ‘বাধ্য ছাত্র’ হনুমানটিকে ধরে নিয়ে যায়। পরে স্কুলে ফের পঠন-পাঠন শুরু হয়।

Published on: সেপ্টে ১৮, ২০১৮ @ ২০:৩৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 59 = 63