কয়েকটা বদমাশ আর গুণ্ডা নিয়ে বিজেপি গোয়ালতোড়ে সন্ত্রাস চলাচ্ছেঃ প্রতিবাদ সভায় বলল তৃণমূল

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মণ্ডল                                         ছবি-বাপন ঘোষ

Published on: অক্টো ৩, ২০১৮ @ ২১:০৫

এসপিটি নিউজ, গোয়ালতোড়, ৩ অক্টোবরঃ কেশিয়াড়ির পর গোয়ালতোড়। আবারও প্রতিবাদ সভা। আবারও সেই আক্রমণের লক্ষ্য বিজেপি। এবার আরও কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি। সরাসরি বিজেপির বিরুদ্ধে বদমাশ আর গুণ্ডাদের আশ্রয় দেওয়ার অভিযোগ আনলেন।

পশ্চিম মেদিনীপুরের এই তৃণমূল কংগ্রেস নেতা এদিন ক্ষোভের সঙ্গে বলেন, “মানুষের সঙ্গে বিজেপির কোনও যোগাযোগ নেই। কয়েকটা বদমাশ ও গুণ্ডা নিয়ে বিজেপি গোয়ালতোড়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস করছে, তৃণমূলের কার্যালয় ভেঙে আগুন লাগিয়ে দিচ্ছে।” এই কথা বলার পাশাপাশি আগের দিনের মতো এদিনও একই কথা বলেন অজিতা মাইতি। তিনি বলেন, বিজেপির এই সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে তৃণমূল রাজনৈতিকভাবেই জবাব দেবে। একই সঙ্গে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনও তারা যদি সন্ত্রাস বন্ধ না করে তাহলে কিন্তু তৃণমূল চুপ করে বসে থাকবে না।

সাংসদ ডা. মানস ভুঁইয়া একই সুরে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে বলেন, ওরা রাজ্যের উন্নয়নমূলক কাজ স্তব্ধ করে দিতেই তৃণমূলের পার্টি অফিম ভাঙচুর করে আগুন লাগিয়ে কর্মীদের মারধর করে সন্ত্রাস তৈরি তৈরির ষড়যন্ত্র করছে। ওদের এই নোংরা রাজনীতির বিরুদ্ধে এলাকার মানুষকে এক হওয়ার আহ্বান জানান তিনি।

এদিনের প্রতিবাদ মিছিল ও সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি, সাংসদ ডা. মানস ভুঁইয়া, সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, বিধায়ক আশীষ চক্রবর্তী, শ্রীকান্ত মাহাত, স্থানীয় তৃণমূল নেতা গোপাল সাহা, নির্মল ঘোষ, অসীম ওঝা সহ অন্যান্যরা।

Published on: অক্টো ৩, ২০১৮ @ ২১:০৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 3