ক্রিকেট মাঠের পর ভোটের ময়দানেও জয় পেল বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক

Main বাংলাদেশ বিদেশ
শেয়ার করুন

Published on: ডিসে ৩১, ২০১৮ @ ১৭:৪২

এসপিটি নিউজ ডেস্কঃ পৃথিবীর ইতিহাসে এর আগেও একাধিক ক্রিকেটার রাজনীতির ময়দানে প্রবেশ করেছেন। নির্বাচনে লড়ে জয়ীও হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত বাংলাদেশের এই ক্রিকেটারের নাম ও। তিনি আর কেউ নন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা।তিনি নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়াই করেন। যেখানে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিপুল ভোটে পরাজিত করেন।

বাংলাদেশের জাতীয় দলের এই ক্রিকেটার বলেন, তাঁর প্রথম পদক্ষেপ হবে এলাকার অনুন্নত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।মাশরাফি বলেন, ‘নির্বাচনী গণসংযোগের সময় দেখেছি নড়াইলের সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। দায়িত্ব নেওয়ার পর এসব যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নে কাজ করতে চাই। কাজের মান যাতে ভালো হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।’

Published on: ডিসে ৩১, ২০১৮ @ ১৭:৪২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

93 − 90 =