নয়া ইতিহাস শেখ হাসিনার-বাংলাদেশের সংবাদ শিরোনামে শুধুই তিনি

Main দেশ বাংলাদেশ
শেয়ার করুন

Published on: ডিসে ৩১, ২০১৮ @ ১২:৪২

এসপিটি নিউজ, ঢাকা, ৩১ ডিসেম্বরঃ টানা তৃতীয়বার সব মিলিয়ে চতুর্থবার বাংলাদেশে সরকার গড়তে চলেছে শাসকদল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হতে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই জয় শেখ হাসিনার কাছে এক ইতিহাস। যা এর আগে বাংলাদেশে আর কোনও দল অর্জন করতে পারেনি।আজ বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলিতে ফলাও করে এই সংবাদ প্রকাশিত হয়েছে। সকলেই কম-বেশি একটা শব্দ ব্যবহার করেছেন-“ইতিহাস”। হ্যাঁ, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বাংলাদেশে চারবার ক্ষমতায় এসে এক নয়া ইতিহাস রচনা করল।

প্রথম আলো’ইয় শিরোনাম- “নিরঙ্কুশ জয়ে নতুন রেকর্ড গড়েছে আ.লীগ”। তারা লিখেছে-“একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই বিজয়ের মধ্য দিয়ে দলটি ইতিহাস গড়তে যাচ্ছে; একই সঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নতুন রেকর্ড করে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।”

দৈনিক ইত্তেফাক-এ শিরোনাম-“২৮৮ আসনে মহাজোটের জয়”।তারা লিখেছে-“একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিপুল ভোটে এই রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন জোট। এই জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এবং নির্বাচনী প্রচারএ দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।”

বাংলাদেশ প্রতিদিন-এ শিরোনাম “বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার নিরঙ্কুশ জয়ের খবর”- তারা লিখেছে- “একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল রবিবার অনুষ্ঠিত অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশভাবে জয় লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন দলটি।”

কালের কণ্ঠ শিরোনাম-“আন্তর্জাতিক গণমাধ্যমেও শেখ হাসিনার জয়জয়কার”- তারা লিখেছে-“একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আকাশছোঁয়া জয় পেল আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন মহাজোট। এর ফলে শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার তথা দেশ পরিচালনার সুযোগ পেল দলটি। এ নিয়ে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি সুপরিচিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রধান শিরোনামেও স্থান পেয়েছে শেখ হাসিনার বিজয়ের খবর।”

যুগান্তর-এ শিরোনাম “নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন মোদির”- তারা লিখেছে-“একাদশ জাতীয় সংদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাককে শুভেচ্ছে ও অভিনন্দন জানিয়েছেনভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে টেলিফোনে এই অভিনন্দন জানান তিনি।”

আমাদের সময়-এ শিরোনাম “ইতিহাস গড়ে নৌকার জয়”- তারা লিখেছে-“রেকর্ড গড়ল আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল রবিবার সারাদেশে একজোগে অনুষ্ঠিত ভোটে বিশাল জয় পেয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগের প্রতীক নৌকা। এই বিজয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে ইতিহাস। …. এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথে। বাংলাদেশের ইতিহাসে অংশগ্রহণমূলক নির্বাচনে কোনো দল এর আগে এত বড় বিজয় পায়নি। বেসরকারি ফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮ আসন, এর মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৫৮ আসন।”

Published on: ডিসে ৩১, ২০১৮ @ ১২:৪২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

41 − = 39