Published on: আগ ১৫, ২০১৮ @ ১৮:৫৩
এসপিটি নিউজ ডেস্কঃ সারা দেশে ধুমধামের সঙ্গে পালিত হল ৭১তম স্বাধীনতা দিবস। পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই দেশবাসী আজ স্বাধীনতা দিবস উদযাপনে মেতে ওঠে।ভারতীয় সেনা-জওয়ানরা কোথাও পাকিস্তানি সেনা আবার কোথাও চিনা সেনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পাঞ্জাবের ওয়াগা সীমান্তে আজ ছিল উৎসবের মেজাজ। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কুচকাওয়াজ দেখার জন্য বহু মানুষ এদিন ভিড় করেন সেখানে। সারা দেশের মধ্যে এখানে কুচকাওয়াজ দেখার মজাই আলাদা। গ্যালারিতে বসে দেখা আবার ছবি তোলা দুই করা যায়।এদিন স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের পর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সেনা-আধিকারিক-জওয়ানরা পাকিস্তানি সেনা-জওয়ানদের সঙ্গে মিস্টি ও শুভেচ্ছা বিনিময় করেন। যার সাক্ষী থাকেন কয়েক হাজার দেশবাসী। শান্তিকামী দেশ আমাদের ভারত যে সবসময় শান্তির কথা বলে থাকে এদিন মিস্টি তুলে দিয়ে সেই বার্তা আরও একবার স্মরণ করিয়ে দিলেন আমাদের সেনা-জওয়ানরা।
ওয়াগার পাশাপাশি আরও এক সুন্দর অনুষ্ঠান হয় এদিন সিকিমের নাথুলা সীমান্তে। যেখানে ১৪, ৬০০ ফুট উচ্চতায় শান্ত পাহড়ি এলাকায় দেশের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা তোলেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। এখানে অবশ্য সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। তবে উপস্থিত ছিলেন চিনা সেনা আধিকারিকরা। এক বৈঠকের পর তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সেনা আধিকারিকরা।
Published on: আগ ১৫, ২০১৮ @ ১৮:৫৩