PCHSL-এর বোর্ড অফ ডিরেক্টর্সে চেয়ারপার্সেন হলেন নীতা পাঞ্জাবি

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৩, ২০২৫ at ১৭:১৮

এসপিটি নিউজ, কলকাতা, ২৩ ফেব্রুয়ারি : কলকাতায় পার্ক স্ট্রিট এলাকায় প্রোগ্রেসিভ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড (পিসিএইচেসএল) এর নয়া বোর্ড ডিরেক্টর্স ঘোষণা করা হল। সেখানে আট জনে বোর্ড অফ ডিরেক্টর্সে চেয়ারপার্সেন নির্বাচিত হয়েছেন নীতা পাঞ্জাবি।

রিটার্নিং অফিসার তারিক সাঈদ নয়া বোর্ড অফ ডিরেক্টর্সের নামগুলি ঘোষণা করেন। নীতা পাঞ্জাবি হয়েছেন চেয়ারপার্সেন, ভাইস চেয়ারম্যান হয়েছেন এন এইচ মাহাতনি, সেক্রেতারি হয়েছেন সানওয়ার আগরওয়াল, কোষাধ্যক্ষ্য হয়েছেন শান্তা দেবী বেঈদ। এছাড়াও বাকি চারজন হলেন- সঞ্জয় সচদেভ, বিনয় কাপুর, পদ্মা বাগচি, তপতী মুখার্জি।

পার্ক স্ট্রিট এ অপসরা অ্যাপার্ট্মেন্টে প্রোগ্রেসিভ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডে নব-নির্বাচিত বোর্ড অফ ডিরেক্টর্স গঠিত হয় ২৩ ফেব্রুয়ারি, ২০২৫। সানওয়ার আগরওয়াল প্রথম চারটি শীর্ষ নাম প্রস্তাব করেন।

নতুন বর্ড অফ ডিরেক্টর্স সোসাইটি পরিচালনা করবেন। নয়া চেয়ারপার্সেন নীতা পাঞ্জাবি জানিয়েছেন- এই নয়া বোর্ড অফ ডিত্রেক্টর্সের লক্ষ্য থাকবে স্বচ্ছতা, শৃখলা মেনে কাজ চালিয়ে যাওয়া।

Published on: ফেব্রু ২৩, ২০২৫ at ১৭:১৮


শেয়ার করুন