Published on: জুন ১৯, ২০১৯ @ ২১:০১
এসপিটি নিউজ, নয়া দিল্লি, ১৯জুন: ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবার দুই দেশ একে অপরের টিভি চ্যানেল তাদের দেশবাসীকে বিনা মূল্যে দেখানোর সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। এ ব্যাপারে আগেই চুক্তি হয়ে গিয়েছিল। এবার তা বাস্তবায়িত হতে চলেছে।
আর সেই মতো এবার ভারতবাসী দেখতে পাবেন বাংলাদেশের টিভি চ্যানেল বিটিভি ওয়ার্ল্ড। এই চ্যানেল ভারতে দূরদর্শনে ফ্রি ডিশ মারফত সম্প্রচারিত হবে।এই চ্যানেলটি আমাদের দেশে দূরদর্শনে দেখা যাবে। একইভাবে আমাদের ডিডিইন্ডিয়া বাংলাদেশে দেখা যাবে। এই ব্যবস্থা প্রসার ভারতী এবং বাংলাদেশ টিভির মধ্যে গত ৭ই মে ২০১৯ সালে হস্তাক্ষরিত সমঝোতা হয়েছিল।
বিটিভি চ্যানেল পূর্ব চারতের মানুষদের কাছে খুবই মনোরঞ্জক হয়ে উঠবে। এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত বানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং দু দেশের সরকার দ্বারা প্রথমে নেওয়া বঙ্গ-বন্ধু মুজিবর রহমানের উপর তৈরি হওয়া ফিল্মের যৌথ নির্মানের এক ফল। এই ফিল্মে পরিচালকের দায়িত্ব পালন করবেন বিখ্যাত চিত্র-পরিচালক শ্যাম বেনেগাল।
পাশাপাশি সরকার দক্ষিণ কোরিয়ার ইংরাজি টিভি চ্যানেল কেবিএস ওয়ার্ল্ড ভারতীয় দর্শকদের ডিডি চ্যানেলে ফ্রি ডিশে দেখানোর প্রসার ভারতীর প্রস্তাব অনুমোদন দিয়ে দিয়েছে। একই সঙ্গে কোরিয়ার নাগরিকরা তাদের নিজেদের দেশে বসেই ডিডি ইন্ডিয়ার কার্যক্রম দেখতে পাবেন। বুধবার নয়া দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এ খবর দিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভদেকর।
Published on: জুন ১৯, ২০১৯ @ ২১:০১