‘এক দেশ এক নির্বাচন’ বিষয়ে বৈঠকে অনুপস্থিত রাহুল, মমতা- রাজনাথ বললেন, মোদি এবার সমিতি গড়বে

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১৯, ২০১৯ @ ২৩:৫৩

এসপিটি নিউজ, নয়া দিল্লি, ১৯জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে বুধবার ‘এক দেশ এক নির্বাচন’ বিষয়ে সর্বদল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন – এই বৈঠকে ৪০টি রাজনৈতিক দল তাদের নেতা পাঠিয়েছে। যার মধ্যে ২১টি পার্টির সভাপতি হাজির ছিলেন। তিনটি পার্টি এই বিষয়ে তাদের রায় লিখিত আকারে জানিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে পরামর্শ দেওয়ার জন্য একটি কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন।

উড়িষ্যার মুখ্যমন্ত্রী জানালেন সমর্থন

রাজনাথ সিং জানিয়েছেন- বৈঠকে উপস্থিত বহু দল এই বিষয়ে তাদের সমর্থন জানিয়েছে। মার্ক্সবাদী কম্যিউনিস্ট পার্টির রায় আলাদা, যদিও তারা এই বিষয়ের বিরোধিতা করেনি। ঠিক তেমনই, বিজু জনতা দল উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক জানিয়েছেন, তাঁর দল ‘এক দেশ আই নির্বাচন’ বিষয় সমর্থন করে।

বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার, শিরোমণি অকালি দল সুখবীর বাদল, বিজু জনতা দল প্রধান নবীন পট্টনায়েক, পিডিপি নেতা মেহবুবা মুফতি, ওয়াইএসআর-এর জগন মোহন রেড্ডি উপস্থিত ছিলেন।

‘এক দেশ এক নির্বাচন’ বিষয়ে বামেদের বিরোধিতা

কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিবসেনা, বহুজন সমাজবাদী পার্টি, দ্রমুক, তেলেগু দেশম পার্টি এবং তৃণমূল কংগ্রেস-এর একজনও এদিনের বৈঠকে ছিলেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বসপা প্রধান মায়াবতী এগেই এই বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাম নেতা সীতারাম ইয়েচুরি এবং ডি রাজা মোদির ডাকা এই বৈঠকে হাজির হয়েছিলেন। কিন্তু তারা ‘এক দেশ এক নির্বাচন’ বিষয়ের বিরোধিতা করেন।

মায়াবতী যা বলেছেন

এর আগে মায়াবতী এক ট্যুইট করে লেখেন- “যে কোনও গণতান্ত্রিক দেশে নির্বাচন কোনও সমস্যা হতে পারে না এবং নির্বাচনকে ব্যয়-অপচয়ের সঙ্গে তুলনা করাও উচিত নয়। দেশে ‘এক দেশ এক নির্বাচন’ বিষয়ে আলোচনা বাস্তবে গরিবি, মূল্যবৃদ্ধি, বাকারি, বেড়ে চলা হিংসার মতো জ্বলন্ত জাতীয় সমস্যার থেকে নজর ঘোরানোর প্রয়াস ও ছলনা মাত্র।” তিনি আরও লিখেছেন-” ব্যালট পেপার নিয়ে ইভিএম-এর মাধ্যমে নির্বচনের স্রকারি গোয়ার্তুমি দেশের গণতন্ত্র এবং সংবিধান আজ এক সমূহ বিপদের সম্মুখীন। ইভিএম-এর প্রতি সাধারণ মানুষের বিশ্বাস চিন্তাজনক স্তরে পৌঁছেছে। এমন এক বিপজ্জনক সমস্যার পর আলোচনা করার জন্য যদি আজ বৈঠক ডাকা হত তাহলে অবশ্যই সেখানে শামিল হতাম।”

অখিলেশ যা বলেছেন

বৈঠক নিয়ে সপা প্রধান অখিলেশ যাদব বলেন-“মোদিকে সেই বক্তব্যের উপর নজর দেওয়া উচিত যা উনি জনতাকে বলেছেন। আমার দৃঢ় বিশ্বাস উনি সেই বিষয়ের উপর নজর দিয়ে কাজ করবেন। ‘এক দেশ এক নির্বাচন’ বিষয়ে কিছু পার্টি কখনই এক মত হবে না।

মমতা যা বলেছেন

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি লিখে জানান-“কেন্দ্র সরকার ‘এক দেশ এক নির্বাচন’ বিষয়ে যেন তাড়াহুড়ো না করেন এবং এই বিষয়ে এক শ্বেত পত্র তৈরি করার কথা বলেছেন যাতে সব দলের প্রধানরা শ্বেত পত্রের উপর নিজেদের বক্তব্য জানাতে পারেন। এজন্য সকলকে প্ররযাপ্ত সময় দেওয়া উচিত। এরপর মমতা বলেন-” যদি আপনি(মোদি) এমনটা করতে থাকেন তখনই সবাই এই বইষয়ের উপর নিজেদের মত ব্যক্ত করতে পারবেন। ”

Published on: জুন ১৯, ২০১৯ @ ২৩:৫৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 2 =