বারালাচায় বরফ ধস আর ফুমন নালেতে বন্যায় মানালি-লেহ সড়ক অবরুদ্ধ

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: জুন ১৮, ২০১৯ @ ২৩:৫১

এসপিটি নিউজ, সিমলা, ১৮জুন:  লাহুলের কোকসরের ফুমন নালে এবং বারালাচা পাসের কাছে বরফের বড় বড় খণ্ড পড়তে শুরু করলে মানালি-লেহ রুট বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল ১১টার দিকে ককসরের কাছে কেলং-এর দিকে দেড়  কিলোমিটার আগে ফুমন নালাতে হঠাৎ বন্যা পরিস্থিতি হয়ে যায়।

এর ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। মঙ্গলবার রোটাং পাস পর্যটকদের জন্য বন্ধ ছিল, তাই লেহ ও লাহুল উপত্যকায় পর্যটকদের সংখ্যা বেশি ছিল। পাহাড়ে তুষারের গতিবেগ যেমন বেড়ে যায়, তেমনি লাহুল উপত্যকায় প্রবাহগুলি ঝড়ের উপর থাকে।

কয়েকদিন আগে লাহুলের পাগলনালায় জল বাড়ার কারণে যান চলাচল বন্ধ ছিল। এক গাড়ির চালক জানিয়েছেন, আজ মানালি থেকে ৪০০টিরও বেশি গাড়ি পর্যটকদের নিয়ে লাহুল ও লেহের উদ্দেশে রওনা হয়েছে।

তারা জানায়,  নালায় বন্যার কারণে সব যানবাহন ককসরে আটকে পড়েছে। অপরদিকে লেহ-র দিক থেকে আসা যানবাহনও সিসুর আশেপাশে আটকে পড়েছে। বর্ডার রোডস অর্গানাইজেশন ঊমা শঙ্কর জানান, সড়ক পুনর্নির্মাণের কাজ চলছে। ট্রাফিক শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে।

Published on: জুন ১৮, ২০১৯ @ ২৩:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

54 + = 59