
Published on: ডিসে ২৮, ২০১৭ @ ১৫:২৬
এসপিটি নিউজ ডেস্কঃ এক ভয়াবহ আত্মঘাতী হামলায় কাবুলে তিন সাংবাদিক সহ মোট ৪০জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ৩৮ জনেরও বেশি। হামলাটি হয়েছে কাবুলের টিবান সাংস্কৃতিক কেন্দ্র ও আফগানিস্তানের ভয়েস নিজ এজেন্সির অফিসে। নিহতদের বেশিরভাগই বেসামরিক লোকজন। আছেন তিনজন সাংবাদিকও। আহতদের মদ্ধ্যেও আছেন বেশ কয়েকজন সাংবাদিক। কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ আফগানিস্তান টাইম ডেইলিকে জানিয়েছেন, বর্তমানে জায়গাটি নিরাপত্তা বাহিনীর লোকজন ঘিরে রেখে দিয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রহিমি আফগানিস্তান টাইমসকে বলেন, ক্ষতিগ্রস্তদের মধ্যে নারী ও শিশু রয়েছে।তিনি আরও জানিয়েছেন, আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।্কাবুলের পশ্চিম দিকে পুলিশ জেলা ৬ ন্মবর স্থানে সকাল সাড়ে ১০টা নাগাদ বিস্ফোরণটি ঘটেছে।
য়াফগানিস্তানের অন্য একটি সংবাদমাধ্যম পাঝভুক সংবাদ সংস্থার খবর অনুযায়ী আফগানিস্তানের ভয়েস নিউজ এজেন্সির আওতাধীন টিবান সাংস্কৃতিক কেন্দ্রের ওপর হামলার ঘটনায় ১৭জন ব্যক্তি, ১৭ জন মিডিয়া প্রতিনিধি এবং তাদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক লোক আহত হয়েছেন।আফগানিস্তানের পাজভুক আফগান সংবাদ সংস্থাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ডেপুটি মুখপাত্র নাসরাত রহিমি জানিয়েছেন, বিস্ফোরণটি সকাল সাড়ে ১০টা টার সময় ঘটেছিল।
প্রাথমিক তদন্তের ফলে ষষ্ঠ পুলিশ জেলার বিস্ফোরণটি আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে উদ্ভূত হয়।মুজিব খিলভাতগর, মিডিয়া প্রচারণা দলের নয়া প্রধান নির্বাহী কর্মকর্তা আফজাল হোসেন বলেন, আফগানিস্তানের ভয়েস নিউজ এজেন্সিতেই হামলার লক্ষ্য ছিল যা অনেকগুলি হতাহতের সৃষ্টি করেছিল। যাইহোক, তিনি নির্দিষ্ট পরিসংখ্যান দিতে পারেন নি। এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। এমঙ্কী তালিবানওহাম্লার দায় অস্বীকার করেছে।picture: AFP
Published on: ডিসে ২৮, ২০১৭ @ ১৫:২৬