
Published on: নভে ২২, ২০১৮ @ ২৩:৩২
এসপিটি নিউজ, কলকাতা, ২২ অক্টোবরঃ অবশেষে কলকাতার নতুন মেয়রের নাম ঘোষনা হয়ে গেল। বৃহস্পতিবার উত্তীর্ন’য় কাউন্সিলরদের বৈঠকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শীর্ষনেতৃত্বকে নিয়ে এক বিশেষ বৈঠকে নতুন মেয়র হিসেবে ববি হাকিম আর ডেপুটি মেয়র অতীন ঘোষের নাম জানিয়ে দেন। তিনি বলেন, কাউন্সিলর হিসেবে যার অনেক দিনের অভিজ্ঞতা আছে যিনি জনপ্রতিনিধি তাকে মেয়র হিসেবে নিযুক্ত করার কথা ভাবা হয়েছিল। সেক্ষেত্রে ববি হল উপযুক্ত।
মমতা এদিনের বৈঠকে বলেন, আজ এখানে প্রায় সকল কাউন্সিলররাই উপস্থিত আছেন।চারজন অসুস্থ থাকার জন্য উপস্থিত থাকতে পারেননি। আর শোভন আসতে পারেনি। তাছাড়া বাকি সকলেই এখানে আছেন। আমি তাদের সকলকে বল্ব, আপনারা মন দিয়ে ভাল করে কাজ করুন। মনে রাখবেন, আপনারাই সরকারের মুখ। কাজ ভাল করে করতে হবে। শোভনের সঙ্গে আমার কোনও ঝগড়া হয়নি। ও কয়েকদিন ধরে ইস্তফা দেওয়ার কথা বলছিল। এরপর আমি ওর সঙ্গে কথা বলি। ববিকেও ওর সঙ্গে কথা বলতে বলি। গত পরশু ও আমাকে ইস্তফা পত্র দিয়ে আসে। আমি সেটা গ্রহণ করি। ও আমাকে বলেছিল যে কিছুদিন কাজ করতে পারবে না। আমি তখন ওকে মেয়রের পদ থেকেও ইস্তফা দিতে বলি।সেই মতো ও আজ ইস্তফা দিয়েছে। মেয়র হিসেবে আমি ববিকে বেছেছি। কর্পোরেশনের আইন মেনেই মেয়র নির্বাচিত হবে।
তিনি আরও বলেন, মেয়র-ইন কাউন্সিলরদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এরপর তাও নির্বাচিত করা হবে। মেয়র-ইন-কাউন্সিল গঠিত হয়ে গেলে তারাই মেয়র আর ডেপুটি মেয়র নির্বাচন করবেন।
Published on: নভে ২২, ২০১৮ @ ২৩:৩২