সুকুমার হাঁসদার কাজে নেত্রী যে অসন্তুষ্ট ঝাড়গ্রামের ঘটনায় ফের তা সামনে চলে এল

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা- বাপ্পা মণ্ডল                                                   ছবি- বাপন ঘোষ

Published on: নভে ২২, ২০১৮ @ ২৩:৫৬

এসপিই নিউজ, ঝাড়গ্রাম, ২২ অক্টোবরঃ কয়েকদিন আগে কলকাতায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলের কোর কমিটির বৈঠকে জঙ্গলমহল কিছু তৃণমূল কংগ্রেস নেতার কাজকর্মে নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেইসময় তিনি নাম ধরে বলেছিলেন সুকুরাম হাঁসদা ঠিকমতো কাজ করছেন না। জঙ্গলমহলে এমন নেতা আছেন যারা কাজ করছেন না। এখানে কারা কি করছে সব খবর আমার কাছে আসে। আমি সব খবর রাখি। ওখানে ঠিক মতো কাজ হলে বিজেপি ওখানে এত বাড়তে পারতে পারত না। মুখ্যমন্ত্রী্র ধারনা যে কতটা সত্যি তা আরও প্রমাণ হল এদিন ঝাড়গ্রাম জেলার নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে। অভিযোগ বিজেপির কর্মী-সমর্থকদের হাতে মার খেতে হল তৃণমূল পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পুলিশকে।

এর আগেও একাধিকবার এই সুকুমার হাঁসদার এলাকাতে আগেও তৃণমূল অংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছিলেন। আজও তার ব্যতিক্রম হয়নি। জানা গেছে, নেদাওবহড়া গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপির মোট ছ’জন সদস্য এর মধ্যে দু’জন আবার তৃণমূলে যোগ দেন। আর তা নিয়েই যত গণ্ডগোল। এদিন যখন বোর্ড গঠন হয় তখন বিজেপির দুই সদস্যকেই প্রধান ও উপ-প্রধান নির্বাচিত করা হয়।

এরপর তৃণমূলে যোগ দেওয়া দুই পঞ্চায়েত সদস্য বেরিইয়ে আসার সময় তাদের উপর চড়াও হয় কয়েকজন। অভিযোগ, তারা সকলেই বিজেপির কর্মী-সমর্থক। তৃণমূলের দুই সদস্যকে হামলার হাত থেকে উদ্ধার করতে গেলে এবার পুলিশের উপর চড়াও হয় তারা। পুলিশকে ফেলে পেটানো হয়। আহত হয় চার পুলিশ কর্মী। তাদের ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বানেশ্বর প্রামানিক নামে আহত এক পুলিশ কর্মী জানান, হামলাকারীরা তাদের কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করে।

পুলিশ এরপর ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের গ্রেফতারের জন্য তল্লাশি শুরু করেছে।বিধায়ক সুকুমার হাঁসদা অভিযোগ করেন, বিজেপি সুপরিকল্পিত ভাবেই এই হামলা চালিয়েছে। তারা শান্ত জঙ্গলমহলকে অশান্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে। তবে বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় শতপথি পালটা অভিযোগ করে বলেন, পুলিশ আগাম ব্যবস্থা নিলে এমন পরিস্থিতি এড়ানো যেত।

Published on: নভে ২২, ২০১৮ @ ২৩:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

78 − = 77