Published on: অক্টো ১০, ২০১৮ @ ২১:৪২
এসপিটি নিউজ, কলকাতা, ১০ অক্টোবরঃ বরাবরই কলকাতা পুলিশ উৎসবে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। এবারের শারদোৎসবেও তার ব্যতিক্রম ঘটেনি। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে, নিরাপদে ভালভাবে মণ্ডপে মণ্ডপে ঘুরতে পারেন তারা যাতে ঠিকভাবে প্রতিমা দর্শন করতে পারেন সেজন্য কলকাতা পুলিশ প্রকাশ করল উৎসব অ্যাপ। যে কেউ গুগল প্লে-স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নিলেই এব্যাপারে বিস্তারিত জানতে পারবেন।
এই অ্যাপটির সুবিধা হল- এতে কলকাতার ঐতিহ্যবাহী সমস্ত পুজোর অনলাইন গাইডম্যাপ এবং বিভিন্ন মণ্ডপে যাওয়ার পথনির্দেশ আছে। কলকাতার যে জায়গায় আপনি থাকবেন সেই জায়গার নিকটবর্তী পুজো মণ্ডপ, থানা, মেট্রো স্টেশন, রেল স্টেশন, বাস স্টপ, হাসপাতাল,, মেডিক্যাল ক্যাম্প এবং সুলভ শৌচালয়ের হদিশ পেয়ে যাবেন। যে আপনাকে উৎসবের দিনে সহয়তা করবে।
এখানেই শেষ নয়, আপনি যে মণ্ডপ দেখতে চান সেটি নির্দিষ্ট করে তার উপর টাচ করলে পেয়ে যাবেন সেই মণ্ডপের সম্পর্কে যাবতীয় তথ্য অর্থাৎ তদের এবার কি থিম, মণ্ডপ থেকে আপনি যেখানে রয়েছেন তার দূরত্ব কতখানি, সেখানে আপনি কিভাবে যাবেন, হঠাৎ করে কোন অসুবিধায় পড়লে কল নম্বরে যোগাযোগ করবেন, পার্কিং করা স্থান, মণ্ডপে সেইসময় কতখানি লাইন আছে এবং সেই লাইনে দাঁড়ালে আপনার কত সময় লাগবে এ সব কিছুই আপনাকে জানিয়ে দেবে কলকাতা পুলিশের এই উৎসব অ্যাপ।
এছাড়াও পাবেন গাড়ির রুট ও তার গতিবিধি সংক্রান্ত নানা খবর। সব মিলিয়ে পুজোয় এবার আপনার বন্ধু হয়ে উঠতে পারে এই উৎসব অ্যাপ।
Published on: অক্টো ১০, ২০১৮ @ ২১:৪২