তিতলি’র জন্য রেল চলাচলে কিছু পরিবর্তন

Main দেশ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: অক্টো ১০, ২০১৮ @ ২৩:১৯

এসঅপিটি নিউজ, কলকাতা, ১০ অক্টোবরঃ উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশে তিতলি ঘূর্ণিঝড়ের জন্য রেল তাদের বেশ কিছু ট্রেনের চলাচলে পরবর্তন ঘটাল। খুরদা রোড ও ভিজিয়ানাগারাম হয়ে চলাচলকারী ট্রেঙ্গুলিকে এদিন রাত ১০টা থেকেই ওই রুট দিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। হাওড়া-চেন্নাই রুটে একাধিক ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গেছে, ১২৭৭৩ শালিমার-সেকেন্দ্রাবাদ এসি এক্সপ্রেস বাতিল। এছাড়াও আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট হামসফর এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া-শ্রী সত্য সাই প্রশান্তনিলয়ম এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস রুট বদল করে গন্তব্যে পৌছনোর সিদ্ধান্ত হয়েছে।

এছাড়াও হাওড়া-চেন্নাই মেল, শালিমার-নাগেরকুল গুরুদেব এক্সপ্রেস ১০ তারিখের বদলে ১১ তারিখ যথাক্রমে সকাল আটটা ও আটটা ১৫মিনিট নাগাদ ছাড়বে।

Published on: অক্টো ১০, ২০১৮ @ ২৩:১৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 4