কলকাতায় এমিরেটস এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্টকে পূর্বাঞ্চলের ট্রাভেল এজেন্টরা জানালেন তাদের অনুরোধ

Main কোভিড-১৯ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৬, ২০২২ @ ০১:২০
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, 16 সেপেম্বর: গত বুধবার কলকাতায় পূর্বাঞ্চলের ট্রাভেল এজেন্টদের মুখোমুখি হলেন এমিরেটস এয়ারলাইন্সের ভারত ও নেপালের ভাইস প্রেসিডেন্ট মহম্মদ সারহান। আইটিসি রয়্যা‍ল বেঙ্গলে অনুষ্ঠিত সভায় তিনি ট্রাভেল এজেন্টদের সঙ্গে বিশদে আলোচনা করেন।এজেন্টরা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে জানালেন তাদের অনুরোধ।

এদিন সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ও উত্তর পূর্ব ভারতের রিজিওনাল ম্যানেজার তরুণ শর্মা, ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া বা টাই-এর মানব সোনি সহ অন্যান্যরা।

টাফি’র চেয়রাম্যান অনিল পাঞ্জাবি এসপিটিকে বলেন- কোভিড-19 মহামারীর পর দুবাই নতুন করে সেজে উঠেছে।ইতিমধ্যে সেখানে ভারতীয়দের আগমনের হার বেশ ভাল। বিশ্বের মধ্যে এক নম্বরে। সারা দেশের সঙ্গে মাদের কলকাতা থেকেও এখন বহু মানুষ দুবাই যাচ্ছেন। ব্যবসা, শিক্ষা কিংবা পর্যটনের জন্য বহু ভারতীয় দুবাই যাচ্ছে। এমিরেটস এয়ারলাইন্স-এর উড়ান ভালই পরিষেবা দিয়ে চলেছে। সেই পরিষেবা আরো কিভাবে ভাল করা যায় তা নিয়ে কথা হয়েছে। একই সঙ্গে তিনি গোটা এমিরেটস টিমের প্রশংসা করেছেন। অনিল পাঞ্জাবি বলেছেন যে এমিরেটস টিম একেবারে এজেন্টস ফ্রেন্ডলি। সবসময় তারা এজেন্টদের সহযোগিতা করে।

এদিন উপস্থিত সমস্ত এজেন্টরাই এমিরেটস টিমের প্রশংসা করেছেন। একইস সঙ্গে তারা বাজারের বৃদ্ধির চাহিদা মেটাতে কলকাতা থেকে দুবাই অতিরিক্ত উড়ান চালু করারও অনুরোধ জানিয়েছেন।

2021 সালের মার্চ পর্যন্ত, এমিরেটস তার হাব দুবাই থেকে ছয়টি মহাদেশের 85টি দেশে 161টি গন্তব্যে কাজ করে। দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে এটির বিশেষভাবে শক্তিশালী উপস্থিতি রয়েছে, যা দুবাইকে এই অঞ্চলের অন্য যেকোনো মধ্যপ্রাচ্যের এয়ারলাইনের চেয়ে বেশি আন্তর্জাতিক গন্তব্যের সাথে সংযুক্ত করে।

Published on: সেপ্টে ১৬, ২০২২ @ ০১:২০


শেয়ার করুন