Published on: মে ১২, ২০১৯ @ ১৬:২০
এসপিটি নিউজ ডেস্ক: ষষ্ঠ দফার ভোটে সারা দেশে সাত রাজ্যের মধ্যে ভোট দানের হারে কিন্তু পশ্চিমবঙ্গই এক নম্বর স্থানে। সন্ধ্যা ৬টে পর্যন্ত ভোট দানের হার ৮০ শতাংশ ছাড়িয়েছে। যা সত্যিওই অবাক করার মতো ঘটনা। তবে রাজ্যের মধ্যে ভোট দানের হার সব চেয়ে বেশি তমলুক কেন্দ্রে।
সন্ধ্যা ৬টে পর্যন্ত পশ্চিমবঙ্গে আটটি লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮০.১৬ শতাংশ। লোকসভা কেন্দ্র অনুযায়ী ভোট পড়েছে
- তমলুকে ৮২.৯৯%,
- কাঁথিতে ৮০.০৬%,
- ঘাটালে ৭৯.৩৩%,
- ঝাড়গ্রামে ৮১.৯১%,
- মেদিনীপুরে ৮০.৫০%,
- পুরুলিয়ায় ৭৮.৮৯%,
- বাঁকুড়ায় ৭৫.৬৮%,
- বিষ্ণুপুরে ৮১.৯০%
দেশের অন্যান্য রাজ্যে ভোট পড়েছে বিহারে ৫৫.০৪%, হরিয়ানায় ৬২.৪৩%, মধ্যপ্রদেশে ৬০.৪৬%, উত্তরপ্রদেশে ৫১.০৬%, ঝাড়খণ্ডে ৬৪.৪৬%, দিল্লিতে ৫৫.৪৫%।
আজ পশ্চিমবঙ্গে মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের গাড়িতে হামলা চানানো হয়। ঘাটালের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নিরাপত্তা রক্ষীকে নিয়ে বুথের ১০০ মিটারের ভিতর ঢোকার অভিযোগ সহ নিরাপত্তা রক্ষীকে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠে। আর তা নিয়ে জেলা প্রশাসনকে নির্বাচন কমিশন তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত ঘাটালের দোগাছিয়াতে যখন বিজেপি প্রার্থীর গাড়ি আটকএ রেখে বিক্ষোভ দেখানো হচ্ছিল সেইসময় নিরাপত্তা রক্ষী গুলি চালালে এক তৃণমূল কর্মী জখম হয়। ছবিটি পশ্চিমবঙ্গের বাঁকুড়ার।
Published on: মে ১২, ২০১৯ @ ১৬:২০