
Published on: আগ ৪, ২০১৮ @ ১৭:০০
এসপিটি নিউজ, কলকাতা, ৪ আগস্টঃ ইতিপূর্বে কলকাতায় একাধিক ব্যাঙ্ক থেকে শতাধিক লোকের এটিএম কার্ড ক্লোন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনা কলকাতা পুলিশের কাছে আসতেই তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা শুরু করে। তারপরই তাদের বিশেষ তদন্তকারী দল তদন্ত শুরু করে দেয়। আর এরপরই আসে বড়সড় সাফল্য।
কলকাতা পুলিশ সূত্রের খবরে প্রকাশ, এই এটিএম কার্ডগুলি ক্লোন করে মূলত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিল্লির এটিএম থেকে টাকা তোলা হয়েছে এটা নিশ্চিত হতেই কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল রওনা দিয়েছিল দিল্লিতে। নজর রাখা শুরু করেছিল এটিএম গুলিতে। ছ’সাত ঘণ্টার অশেষ ধৈর্য্যের পরীক্ষা দেওয়ার পর ফল মিলল হাতেনাতে।
আগেই দুষ্কৃতীদের চেহারার একটা ধারণা কলকাতায় সিসিটিভির ফুটেজ থেকে পেয়েছিলেন। এবার সেটাই সাহায্য করল। হুবহু সেই একই অবয়বের দুজনকে দিল্লির মুনিরকার কাছে এটিএম-এর কাছে দেখা গেল। ঢুকছিলেন টাকা তুলতে। দেরী না করে সেখান থেকে তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশ। ধৃত দ’জনেই রোমানিয়ান।নাম ক্যালিন দিমিত্রু এবং ওভিডিউ সিমিয়ন। তাদের কাছ থেকে পাওয়া যায় বেশ কিছু এটিএম কার্ড।
প্রাথমিক জেরার পর তাদের ডেরায় হানা দিয়ে উদ্ধার হয় আরও এটিএম আক্ররড, ইলেকট্রনিক গেজেট, টাকা-ইউরো। আর সেই কালো মুখোশ এবং কালো শার্ট, যা দেখা গিয়েছিল কলকাতার সিসিটিভির ফুটেজে। আর ও জানা গিয়েছে,। গত এপ্রিল মাসে তারা কলকাতায় এসেছিল। কসবার একটি হোটেলে উঠেছিল। কলকাতার বেশ কিছি এটিএম কাউন্টারে ‘স্কিমার’ লাগিয়ে গ্রাহকদের তথ্য সংগ্রহ করেছিল।এর পর দিল্লি থেকে অপারেশন চালিয়ে টাকা লোপাট।
কলকাতা পুলিশের ধারণা এই চক্রে আরও অনেকেই আছে। তাদের সবাইকেই যে ধরা হবে কেউ ছাড় পাবে না সেকথাও তারা জানিয়ে দিয়েছে। তবে তদন্তের স্বার্থে এখন সব কথা তারা বলতে পারছে না, যদিও তারা দুই বিদেশির ছবি প্রকাশ করলেও তদন্তের স্বার্থে তাদের মুখ আবছা করে দিয়েছে। বিশেষ করে মামলায় শনাক্তকরণ প্রক্রিয়ার আইনি বাধ্যবাধকতা থাকে। সেই প্রয়োজনেই এই পন্থা তারা নিয়েছে।
সেইসঙ্গে কলকাতা পুলিশ আরও একটি বিষয়ে সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। তা হল-এবার যাতে কলকাতার প্রতিটি এটিএম বুথে অ্যান্টি-স্কিমার ডিভাইস লাগানো হয় সেব্যাপারে তারা কতৃপক্ষের সঙ্গে কথা বলবেন। সমস্ত নাগরিকদের কলকাতা পুলিশ ভরসা দিয়েছে। তারা পাশে আছেন।
Published on: আগ ৪, ২০১৮ @ ১৭:০০