
Published on: সেপ্টে ২৪, ২০২৪ at ২৩:৪৬
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ২৪ সেপ্টেম্বর:সেন্ট্রাল জু অথোরিটির অনুমোদিত দেশের ১৫৫টি চিড়িয়াখানার মধ্যে পশ্চিমবঙ্গের আলিপুর জুওলজিক্যাল গার্ডেন বা আলিপুর চিড়িয়াখানা চার নম্বর স্থানে আছে। শিলিগুড়ি চিড়িয়াখানা আছে এক নম্বরে। এটি কেন্দ্রীয় বন ও পরিবেশ দফতরের থেকেই দেওয়া হয়েছে। তবে আলিপুর চিড়িয়াখানা যেভাবে উন্নতি করে চলেছে, তাতে আগামিদিনে এটি দেশের মধ্যে এক নম্বর স্থানে চলে আসতে পারে। আমাদের সেই লক্ষ্যেই কাজ করতে হবে। আজ আলিপুর চিড়িয়াখানার ১৫০ বছবর পূর্তি অনুষ্ঠানের সূচনার অনুষ্ঠানে এসে রাজ্যের বন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ আগরওয়াল এভাবেই আলিপুর চিড়িয়াখানাকে ভারত সেরা করার অঙ্গীকার করলেন। এর পাশাপাশি এদিন চিড়িয়াখানার সমস্ত কর্মীদের জন্য দারুন সুখবর দিলেন বনমন্ত্রী বীরবাহ হাঁসদা। তিনি চিড়িয়াখানার কর্মীদের জন্য পাঁচ লক্ষ টাকার বীমা চালু করার কথা ঘোষণা করেছেন। অক্টোবর মাস থেকেই এটি চালু করা হবে তিনি জানিয়েছেন।
‘আলিপুর চিড়িয়াখানা আগামিদিনে অদ্বৈত’র রেকর্ড ভেঙে দিয়ে এক নয়া নজির গড়বে’
রাজ্যের বনমন্ত্রী বীরবাহ হাঁসদা, বন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সঙ্গে সুর মিলিয়ে আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেন গুপ্ত এদিন জানিয়েছেন, আলিপুর চিড়িয়াখানায় ১৫৪টি প্রজাতির মোট দুই হাজারের কাছাকাছি পশুপাখি আছে, যা সারা দেশের যেকোনও চিড়িয়াখানার মধ্যে অভূতপূর্ব। তিনি আরও বলেন, দেশের প্রাচীনতম চিড়িয়াখানাগুলির মধ্যে আলিপুর চিড়িয়াখানা অন্যতম। এখানে অদ্বৈত নামের একটি কচ্ছপ ৩০০ বছর বেঁচে ছিল। আমার বিশ্বাস আলিপুর চিড়িয়াখানা আগামিদিনে অদ্বৈত’র রেকর্ড ভেঙে দিয়ে এক নয়া নজির গড়বে। আলিপুর চিড়িয়াখানায় কিছুদিন আগে তিনটি বিরল প্রাণী এসেছে। যার মধ্যে মাউস ডিয়ার, মালায়ন তাপির উল্লেখযোগ্য। এছাড়াও এসেছে আরও বেশ কিছু প্রাণী। এই চিড়িয়াখানার কর্মীরা ও অন্যান্য সমস্ত আধিকারিকরা যেভাবে কাজ করে চলেছেন তাতে আগামিদিনে আলিপুর চিড়িয়াখানা আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন অধিকর্তা শুভঙ্কর সেন গুপ্ত।
উজ্জ্বল উপস্থিতি
এদিন মহাসমারোহে আলিপুর চিড়িয়াখানার ১৫০তম প্রতিষ্ঠা দিবসের শুভ সূচনা করা হয়। আগামী এক বছর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তা পালিত হবে। এই উপলক্ষে এদিন একগুচ্ছ কর্মসূচী নেওয়া হয়েছিল। এদিনের অনুষ্ঠানে কলকাতার মেয়র, রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বনমন্ত্রী বীরবাহ হাঁসদা, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান তপন দাশগুপ্ত, রাজ্যের বন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, PCCF, HoFF, নীরজ সিংগাল, পিসিসিএফ ওয়াইল্ডলাইফ অ্যান্ড সিডব্লিউএলডব্লিউ, দেবল রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন হল যেগুলি
এদিন আলিপুর চিড়িয়াখানার ১৫০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলিপুর রোড এবং ন্যাশনাল লাইব্রেরি অ্যাভিনিউতে দুটি নতুন গেট উদ্বোধন করা হয়েছে। একটি সংস্কার করা হেরিটেজ বিল্ডিং এর ঘেরের সাথে ইঁদুর হরিণ, চারটি শিংযুক্ত অ্যান্টিলোপ এবং হগ ডিয়ার এবং বেঙ্গল ফক্স বা খেঁকশিয়াল এবং চিতা বিড়ালের দুটি নতুন ঘেরও উদ্বোধন করা হয়।
আলিপুর চিড়িয়াখানার প্রথম সুপারিনটেনডেন্ট-এর মূর্তি উন্মোচন
এরপর আলিপুর চিড়িয়াখানার প্রথম এবং দীর্ঘতম পরিষেবা সুপারিনটেনডেন্ট রায় বাহাদুর রাম ব্রহ্মা সান্যালের একটি মূর্তি উন্মোচন করা হয়েছিল।সেখানে উপস্থিত ছিলেন তার নাতি সোমনাথ স্যান্যাল। আলিপুর চিড়িয়াখানার উপর তার লেখা একটি বই-এর নতুন সংস্করণের আনুষ্ঠানিক প্রকাশও করা হয়। এর আগে একটি 150 বছরের স্মৃতিবিজড়িত বই “কলকাতা চিড়িয়াখানা রূপান্তরিত কলকাতা চিড়িয়াখানা” নামাঙ্কিত বইও প্রকাশিত হয়।
এক বছর ধরে চলবে কর্মসূচী
অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণে Adl PCCF সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, আগামী এক বছর ধরে আলিপুর চিড়িয়াখানার ১৫০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালিত হবে। যার মধ্যে থাকছে আলোচনা সভা, শিক্ষামূলক অনুষ্ঠান। বন্যপ্রাণের উপর নানা ধরনের শিক্ষামূলক প্রতিযোগিতা। তাছাড়া এই চিড়িয়াখানায় আরও নতুন নতুন প্রাণী আমরা নিয়ে আসব।
চিড়িয়াখানা আমার কাছে আনন্দের জায়গা- মেয়র ববি হাকিম
কলকাতার মেয়র হিরহাদ হাকিম এদিনের অনুষ্ঠানে হাজির হয়ে ও দুটি গেটের উদ্বোধন করে রীতিমতো মুগ্ধ।বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমার তো ৬৫ বছর বয়স। হয়তো দু-তিন বছর থেকে আমাই এই চিড়িয়াখানায় আসছি। মানে ৫০ বছরেরও বেশি সময় ধরে আমিও এই চিড়িয়াখানার সঙ্গে যুক্ত আছি। অনেকেই বলেন- চিড়িয়াখানা শিক্ষার জায়গা, রিসার্চের জায়গা। আমি বলি- এটা আনন্দের জায়গা। এখানে এলে মনটা তৃপ্ত হয়ে যায়। এরাও যে আমাদের বন্ধু এতা ভাবলেই মনটা আনন্দে তৃপ্ত হয়ে যায়।
ওরা তো আমাদের পরিবারের সদস্য- বীরবাহ হাঁসদা
রাজ্যের বনমন্ত্রী বীরবাহ হাঁসদা-র বন্যপ্রাণের প্রতি ভালোবাসা বহুদিনের। তিনি সেকথা নিজের মুখেই বলেছেন। আর তাই বোধ হয় নিজের বক্তব্যে একবার পশুপাখি কথাটা বলেও পরে তা সংশোধন করে নিয়ে বলেন- ওরা তো আমাদের পরিবারের সদস্য। ওদের সহযোগিতা করুন। বন্যপ্রাণকে ভালোবাসুন। একই সঙ্গে তিনি চিড়িয়াখানার সমস্ত কর্মীদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জন্য বীমা ঘোষণা করেন।
চারটি প্রাণী দত্তক নিলেন মন্ত্রী বীরবাহ হাঁসদা ও তার পরিবার
আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেন গুপ্ত বলেন- আমাদের চিড়িয়াখানায় যে বিরল প্রজাতির মাউস ডিয়ার, মালায়ান তাপির সহ চারটি নতুন প্রাণি নিয়ে আসা হয়েছে তার সবকটিও দত্তক নিয়েছেন বনমন্ত্রী ও তার পরিবার। তিনি নিজেই বলে রেখেছিলেন যে এদের নিয়ে আসার পর সেগুলি দত্তক নেবেন। সাধারণ মানুষও একাধিক পশুপাখি দত্তক নিচ্ছেন। এই প্রকল্প চালু আছে। এজন্য দত্তক নেওয়া ব্যক্তিকে একটি সার্টিফিকেট, একট গেট পাস দেওয়া হয়ে থাকে। সেই গেট পাস নিয়ে এক বছরের মধ্যে প্রতি মাসে একবার করে চারজনকে নিয়ে চিড়িয়াখানা দর্শন করতে পারবেন।
চিড়িয়াখানার 150 বছর পূর্তি উপলক্ষে কাটা হল কেক
অনুষ্ঠানের একেবারে শেষে চিড়িয়াখানার 150 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ কেক কাটা হয়। তারপর দ্বিতীয় পর্যায়ে চিড়িয়াখানা উৎসব, 2024-এ অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বনমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Published on: সেপ্টে ২৪, ২০২৪ at ২৩:৪৬