সংবাদদাতা-বাপ্পা মণ্ডল
Published on: মার্চ ২, ২০১৮ @ ২১:২৩
এসপিটি নিউজ, শালবনী, ২ মার্চঃ এক সময় এই পশ্চিম মেদিণীপুর-ঝাড়গ্রাম জুড়ে থাকত শুধুই মাও আতঙ্ক। আর এখন শুধুই বাঘের আতঙ্ক। এতদিন লালগড় নিয়ে দিশেহারা হয়ে গেছিলেন বন দফতরের কর্তা-ব্যক্তিরা। অবশেষে সেই চিন্তা থেকে তারা এবার নিশ্চিত হতে পেরেছেন। হদিশ মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের। সেই চিন্তা থেকে মুক্তি পেতে না পেতেই তাদের সামনে নতুন করে আরও একবার বাঘ-কাণ্ড মাথাচাড়া দিয়ে উঠেছে। এবার বাঘের পায়ের ছাপ মিলেছে শালবনীর ৫ নম্বর লালগেড়িয়া অঞ্চলের মাহাতপুর খড়িকাশুলি এলাকায়।
সেখানে বাঘের পায়ের ছাপ প্রথম দেখে সেখানকার দুই গ্রামবাসী সুমন মাহাত ও অরূপ মাহাত। তারা জানান, শালনবনীর মধুপুরের জঙ্গল থেকে খড়িকাশুলির জলাশয়ে বাঘটি জল খেতে এসেছিল শুক্রবার বিকেলে। তারা বাঘটিকে দেখতে না পেলেও তার পায়ের ছবি মোবাইল ক্যামেরায় বন্দি করে ফেলে।
এই ঘটনার খবর পাওয়া মাত্রই বন দফতরের লোকজন তড়িঘড়ি সেখানে এসে বাঘের পায়ের ছাপের ছবি নিয়ে যায় পরীক্ষার জন্য। তবে এখানকার বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন বনাধিকারিক রবীন্দ্রনাথ সাহা।
এই ঘটনার পর থেকে গোটা শালবনী জুড়ে নতুন করে বাঘের আতঙ্ক গ্রাস করেছে। সকলেই এখন ঘর বন্দি।তবে কেউ কেউ মনে করছে, লালগড়ের বাঘটি হয়তো শালবনীর দিকে চলে আসতে পারে। সেটা সম্ভব কিনা সেটাও খতিয়ে দেখা শুরু করেছে বন দফতর। সব মিলিয়ে বাঘের আতঙ্কে জেরবার গোটা পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা।
Published on: মার্চ ২, ২০১৮ @ ২১:২৩