সংবাদদাতা-কৃষ্ণা দাস
Published on: সেপ্টে ১১, ২০১৮ @ ২৩:৫৬
এসপিটি নিউজ, শিনিগুড়ি, ১১ সেপ্টেম্বরঃ পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের স্লোগান ছিল বিরোধী শূন্য পঞ্চায়েত। সর্বত্র তা সম্ভব হয়নি। কিন্তু তাতে কিছু ক্ষতি হয়নি। প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে। আর সেই কাজে সফলও হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিরোধী দল ভাঙিয়ে সেখান থেকে তাদের সদস্যদের দলে যোগদান করিয়ে একের পর এক পঞ্চায়েত দখলের প্রক্রিয়া জারি রেখেছে শাসক দল। এভাবেই ইতিমধ্যে শিলিগুড়ি মহকুমায় ২২টি পঞ্চায়েতের মধ্যে ১৬টি চলে এসেছে তৃণমূল কংগ্রেসের দখলে।পুজোর আগে আরো কিছু গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আসবে বলে আশাবাদী দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম দেব।
এদিন মাটিগাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির কৃষ্ণ সিং, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রফুল্ল বর্মন সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এছাড়া আদিবাসী বিকাশ পরিষদ থেকে পিংকি লোহার, কংগ্রেস থেকে ললিতা সিং (রায়) ও বিজেপি থেকে বরষা প্রধান নামে পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম দেব তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এদিন জেলা সভাপতি গৌতম দেব বলেন, ২২ টা প্রাম পঞ্চায়েতের মধ্যে ১৬ টা গ্রাম পঞ্চায়েতই এখন তৃণমূলের দখলে। পূজোর আগে আরও গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদে এখনও ৯ টি আসনের মধ্যে চারটে আসনই তৃণমূল কংগ্রেসের দখলে।
শিলিগুড়িতে নিজেদের আধিপত্য বিস্তার করতে হলে একদিকে শিলিগুড়ি পুরনিগম ও অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদ এই দুটোই দখল করতে হবে তৃণমূলকে। সে ব্যাপারে চেষ্টার কোনও ফাঁক রাখতে চাইছেন না দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসস। তবে বর্তমানে তাদের লক্ষ্য- তবু তা না পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতগুলি দখল করা।
Published on: সেপ্টে ১১, ২০১৮ @ ২৩:৫৬