বাঁধ ভেঙে বন্যার আশঙ্কায় আতঙ্কে প্রায় ১০ হাজার পরিবার

আবহাওয়া রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

Published on: সেপ্টে ১১, ২০১৮ @ ২৩:০৩

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ১১সেপ্টেম্বরঃ ওদের কথা কেউ শোনে না। কেউ ভাবেও না। অবহেলিত-বঞ্চিত-অসহায় এই মানুষগুলির জীবন আজ বিপন্ন। এই কপি যখন লিখছি তখন না জানি কি অবস্থা জলমগ্ন ফুলবাড়ি ১নং অঞ্চলের মহানন্দা নদীর তীরের পুরাঝার গ্রামে। গত দু’দিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন তাদের আশ্রয়ের জায়গা বাঁধ। কিন্তু রাতেও যদি বৃষ্টি চলতে থাকে থাকে তাহলে সেই বাঁঢও ভেঙে গোটা গ্রাম ভাসিয়ে দেব। বিপন্ন হয়েন প্রায় ১০ হাজার পরিবার।

গ্রামের মানুষ বড়ই অসহায় বোধ করছেন। স্ত্রী-শিশু-বৃদ্ধ বাবা-মা নিয়ে তারা কোথায় যাবেন তারা নিজেরাও জানেন না। পঞ্চায়েত প্রধানকে বললে তিনি উপরের তলার নির্দেশের অপেক্ষায় বসে থাকেন। সেই নির্দেশ আসার আগে এই অসহায় পরিবারগুলি যে ভেসে যাবে তা যদি তিনি বুঝতেন তা হলে হয়তো এই পরিণতির মুখে এসে দাঁড়াতে হত না তাঁদের। পুরাঝাড় এলাকার বর্তমান পঞ্চায়েত প্রধান নিরঞ্জন সাহাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি।

এখন গ্রামবাসীরা যে নদী বাঁদের উপর আশ্রয় নিয়ে আছে তার অবস্থা মোটেও ভালো নয়। অত্যন্ত নড়বড়ে হয়ে আছে। সারা রাত বৃষ্টি হলেই এই বাঁধও আর অক্ষত থাকবে কিনা সন্দেহ আছে। তাই এখন নতুন করে ফের বাঁধ ভেঙে বন্যার আশঙ্কায় ভয়াবহ এক আতঙ্কে এক একটি মুহূর্ত কাটাচ্ছেন পুরাঝার গ্রামের প্রায় ১০ হাজার পরিবার।আগের ছবি  

Published on: সেপ্টে ১১, ২০১৮ @ ২৩:০৩

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 3 =