সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি- রামপ্রসাদ সাউ
Published on: জানু ২৮, ২০১৮ @ ২১:৪২
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২৮ জানুয়ারিঃ রামকৃষ্ণ মিশন প্রকৃত মানুষ গড়ার কারিগর। স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে এগোতে পারলে ছাত্র-ছাত্রীরা জীবনে অনেক কিছু শিখতে পারবে। মাত্রি দেড় বছর আগে ঝাড়গ্রামে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার সুবিধানন্দ মহারাজের হাতে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের দায়িত্ব তুলে দিয়েছিলেন। সেই দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করেছেন রামকৃষ্ণ মিশনের মহারাজ ও অন্যান্যরা। তারাই পারবেন এই বিদ্যালয়কে দেশের সেরা হিসেবে গড়ে তুলতে, এই বিশ্বাস আমার আছে। রবিবার ঝাড়গ্রামে রামকৃষ্ণ মিশন পরিচালিত এক্লব্য মডেল আবাসিক বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ বাৎসরিক অনুষ্ঠানে এসে এভাবেই নিজের মত প্রকাশ করেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিনের অনুষ্ঠানে তিনি ছাড়া উপস্থিত ছিলেন পরিবহন দফতরের সচিব নারায়ন স্বরূপ নিগম, মন্ত্রী চূড়ামনী মাহাত, বিধায়ক সুকুমার হাঁসদা, জেলাশাসক আর অর্জুন, পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর, মিশনের মহারাজ শান্তনু মহারাজ।
এদিনের অনুষ্ঠানের উল্লেখযোগ্য আর একটি দিক হল-এদিন মন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবহন দফতরের পক্ষ থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ২৫ লক্ষ টাকা মূল্যের একটি স্কুল বাস প্রদান করেন। মহারাজের হাতে তুলে দেন স্কুলবাসের চাবিও। মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমি যখন গত বছর এই স্কুলে এসেছিলাম তখন এটি ছিল চারা গাছ। আজ এটি এক পরিপূর্ণ বৃক্ষে পরিণত হয়েছে। আজ এখানে আসতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছি।স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা আয়োজিত এক প্রদর্শনীও এদিন ঘুরে দেখেন মন্ত্রী।
মন্ত্রী শুভেন্দু অধিকারী ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন কতৃপক্ষকে জানিয়ে যান, তিনি তাঁদের সঙ্গে আগেও ছিলেন আগামীদিনেও থাকবেন। যে কোনও দরকারে তারা জানালেই তিনি তাঁর সাধ্যমতো তা মেটানোর চেষ্টা করবেন বলে জানান।
এখান থেকে বেরিয়ে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী যান ঝাড়গ্রামে যুব গ্রামীণ মেলায়। সেখানে তিনি ঘুরে দখেন। তিনি বলেন, জঙ্গলমহলে আজ শান্তির বাতাবরন তৈরি হয়েছে।তিনি উপস্থিত সকলকে এই মেলায় আসার ঘুরে দেখার আহ্বান জানান। মেলায় তিনি এক স্মারকগ্রন্থের উদ্বোধন করেন। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতি।
Published on: জানু ২৮, ২০১৮ @ ২১:৪২