উলুবেড়িয়া লোকসভা উপ নির্বাচনে জিতে দেখান, মুকুলকে চ্যালেঞ্জ তৃণমূল নেতাদের

রাজ্য
শেয়ার করুন

হাওড়া, ২৭ নভেম্বরঃ বিজেপির সভার ৪৮ ঘণ্টার মধ্যে উলুবেড়িয়া কুলগাছিয়ায় হাওড়া গ্রামীন জেলা তৃণমূল কংগ্রেসের ডাকা জনসভা মঞ্চ থেকে মুকুলকে উলুবেড়িয়া লোকসভা উপ নির্বাচনে জেতার চ্যালেঞ্জ ছুড়ে দিল তৃণমুল নেতৃত্ব। এদিন জনসভা মঞ্চ থেকে মুকুলকে মিরজাফর আখ্যা দেন তৃণমুল নেতৃত্ব। তৃণমূল নেতাদের অভিযোগ দলে থাকার সময়ে সমস্ত সুবিধা নেওয়ার পরে মুকুল এখন  দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।

এদিন মুকুলের বালি খাদান কয়লা পাচার ও গরু পাচারের অভিযোগ সর্ম্পকে সেচ মন্ত্রী রাজীব বন্ধোপাধ্যায় বলেন দলে থাকার সময়ে এই অভিযোগ না করলেও এখন কেন এই অভিযোগ করছেন। রাজীব বলেন মুকুল এখন তৃণমূলের বিরুদ্ধে বলছেন আগামী দিনে বিজেপির বিরুদ্ধেও এই অভিযোগ করবেন। এদিন রাজীব বলেন যার সাধারন হরিসভা নির্বাচনে দাড়িয়ে জেতার ক্ষমতা নেই সে আবার নেতা হয়েছে যদি ক্ষমতা থাকে তাহলে উলুবেড়িয়া লোকসভার উপ নির্বাচনে জিতে দেখাক। এদিন সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন বঙ্গোপোসাগর থেকে যেরকম একঘটি জল তুলে নিলে কোন ক্ষতি হযনা সেইরকম মুকুল দল থেকে চলে গেলেও তৃণমুলের কোন ক্ষতি হবে না। এদিন অরূপ রায় অভিযোগ করেন বিজেপি রামের নামে রাজ্যে দাঙ্গা বাধাতে চাইছে সকলকে এই ব্যাপারে সর্তক থাকার আহবান জানান তিনি।

এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী অসিমা পাত্র,সাংসদ অপরুপা পোদ্দার,ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফি,বিধায়ক পুলক রায়,বিধায়ক অরুণাভ  সেন,বিধায়ক ডা নির্মল মাজি,বিধায়ক গুলশান মল্লিক,বিধায়ক প্রবীর ঘোষাল সহ অন্যাণ্র নেতৃবৃন্দ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

42 + = 43