ড.শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর তদন্ত কেন করেননি নেহেরু- চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়ে প্রশ্ন তুললেন তথাগত রায়

Main দেশ রাজ্য
শেয়ার করুন

তথাগতবাবু বলেন নেতাজী সুভাষ চন্দ্র বসুর মৃত্যু নিয়ে পাঁচটি তদন্ত হয়েছে। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়েও তদন্ত হয়েছে। তাহলে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু নিয়ে কেন তদন্ত হল না?

Published on: জুন ২৩, ২০২০ @ ২৩:৫৬ 

 Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৩জুন:  দেশের অখণ্ডতা রক্ষার জন্য যিনি প্রাণ বলিদান দিয়েছেন সেই ড. শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু দিবসে আবারও জোরালো প্রশ্ন উঠল কেন সেইসময়ের নেহেরু সরকার মৃত্যুর তদন্ত করলেন না। মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ও আজ এক আলোচনা সভায় এই প্রশ্ন তুলে বর্তমান পরিস্থিতিতে বিষয়টি নাড়িয়ে দিলেন। তুলে ধরলেন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।

তুলে ধরলেন এই চাঞ্চল্যকর তথ্যগুলি

  • তথাগতবাবু রীতিমতো ক্ষোভের সঙ্গে বলেন- ড. শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু নিয়ে দেশের তৎকালীন কংগ্রেস সরকার যার প্রধানমন্ত্রী ছিলেন জহরলাল নেহেরু তারা বিষয়টিকে হালকা করে দেখিয়ে এড়িয়ে গেছেন। তারা বলেছিলেন ড. মুখার্জি হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন।
  • কিন্তু আমরা সেইসময় কিছু প্রত্যক্ষদর্শী এবং পারিপার্শ্বিক বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলে জানতে পারি অত্যন্ত রহস্যজনক। কারণ, সেইসময় ১৯৫৩ সালের ২০ জুন তিনি যখন জেলের ভিতর অসুস্থ হয়ে পড়েন তাঁর শরীরে ব্যাথা শুরু হয় তখন তাঁকে শ্রীনগরে একটি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
  • আর একজন অসুস্থ মানুষই নয় যিনি কিছুদিন আগে পর্যন্ত ছিলেন নেহেরু সরকারের মন্ত্রীসভার সদস্য যদিও পরে তিনি পদত্যাগ করেছিলেন তবু এমন একজন সম্মানীয় ব্যক্তিকে সেদিন হাসপাতালে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়নি। নিয়ে যাওয়া হয়েছিল সাধারণ একটি ট্যাক্সিতে করে।
  • আর তাকে রাখা হয়েছিল গাইনোকলজিক্যাল ওয়ার্ডে। ভাবতে পারেন। আর সেখানে তাঁকে দেখেছিলেন ডা. টিক্কু নামে এক চিকিৎসক। সঙ্গে ছিলেন আরও এক চিকিৎসক। তারা সেইসময় একটি ইঞ্জেকশন পুশ করেছিলেন। আর তারপরেই ড. মুখার্জি চিৎকার করে ওঠেন- ‘জ্বলে গেল, জ্বলে গেল’ বলে। এরপরই তাঁর মৃত্যু হয়।”

তথাগত রায়ের এই তিন প্রশ্ন

মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় প্রশ্ন তোলেন- ড. শ্যামাপ্রসাদ মুখার্জির যদি হার্ট অ্যাটাকই হবে তাহলে তিনি তো বাথরুমে যাওয়ার শক্তি পাবেন না। তাহলে সেই মানুষটিকে দিয়ে কিভাবে সই করিয়ে নেওয়া হয়েছিল?

কেন নেহেরু সেইসময় ড. মুখার্জির মৃত্যুর তদন্ত করলেন না?

সেইসময় দেশের প্রথিতযশা ডাক্তার বিশেষ করে কলকাতার নাম করা বেশ কয়েকজন ডক্তার যার মধ্যে ডা. বিধানচন্দ্র রাইয়ও ছিলেন তাঁরা সকলেই সেই সময় একটি কাগজে সাক্ষর করে চিকিৎসা সঠিকভাবে হয়েছিল কিনা তাঁর তদন্তেরও দাবি তুলেছিলেন। তবু কেন নেহেরু সেইসময় মৃত্যুর তদন্ত করলেন না?

সাংবাদিকের মুখে তদন্তের প্রশ্ন শুনে নেহেরু উঠে চলে যান

এখানেই থেমে থাকেননি তথাগতবাবু। ড. শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর ঘটনা সেইসময় দেশ ছাড়িয়ে বিদেশেও শোরগোল ফেলে দিয়েছিল। সেই প্রসঙ্গ তুলে ধরে তথাগতবাবু বলেন- সেইসময় কায়রোতে গিয়েছিলেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু। তখন সাংবাদিকরা তাঁর কাছে প্রশ্ন করেছিলেন- কিভাবে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হল? এই মৃত্যুর কি তদন্ত হবে না?প্রশ্ন শোনা মাত্রই নেহেরু সেই মুহূর্তে লাফ দিয়ে উঠে পড়েন। ছুটে পাশের ঘরে চলে যান প্রশ্নের উত্তর না দিয়ে।

হতশার সুরে তথাগতবাবু বলেন নেতাজী সুভাষ চন্দ্র বসুর মৃত্যু নিয়ে পাঁচটি তদন্ত হয়েছে। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়েও তদন্ত হয়েছে। তাহলে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু নিয়ে কেন তদন্ত হল না?

ড. শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানালেন ড. অনির্বান গাঙ্গুলি

আজ ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ৬৭তম মৃত্যু দিবসে জুম মিটিং-এর আয়োজন করেছিল ড. শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন। যার মুখ্য সঞ্চালক ছিলেন ড. অনির্বান গাঙ্গুলি। তিনি বলেন- দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের প্রাণ বলিদান দিয়েছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি। তাঁর মৃত্যু নিয়ে রহস্য থেকেই গেছে। দেশের তৎকালীন নেহেরু সরকার বলেছিল যে তিনি নাকি হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। কিন্তু আমরা পরে জানতে পেরেছেই এই মৃত্যু স্বাভাবিক ছিল না। আমাদের প্রশ্ন- কেন তাঁর মৃত্যুর তদন্ত হয়নি?

Published on: জুন ২৩, ২০২০ @ ২৩:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

54 + = 62