উপপ্রধানকে অপহরণ করতে এসে জনতার হাতে ধৃত দুই দুষ্কৃতী

রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ১৯, ২০১৮ @ ১৭:২৬

এসপিটি নিউজ, দাসপুর, ১৯ জানুয়ারিঃ রোজকার মতো এদিনও তিনি বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে। কিন্তু দিনের শুরুটা তার কাছে চরম আতঙ্কের কারণ হয়ে ওঠে। একদল দুষ্কৃতী তাকে অপহরণ করে নিয়া যাওয়ার চেষ্টা করে। আগে থেকে সতর্ক থাকায় আর গ্রামবাসীদের তৎপরতায় রক্ষা পান রানীচক গ্রামপঞ্চায়েতের উপপ্রধান সুবীর মণ্ডল। তার বাড়ি ব্রহ্মতলায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

অভিযোগে প্রকাশ, শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন সুবীরবাবু। সকালের দিকে রাস্তাঘাট ফাঁকাই থাকে। বিশেষ করে শীতের সকাল বলে রাস্তাঘাটে লোক বলতে গেলে থাকেই না। আর অপহরণকারীরা সেই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা করে। একটি মারুতি গাড়ি করে জনা ৫-৬জন সুবীরবাবুর সামনে এসে দাঁড়ায়। কিছু বুজগে ওঠার আগেই তারা সুবীরবাবুকে হাত বাধার চেষ্টা করে। কিছুটা ধ্বস্তাধ্বস্তি হয়। তারা সুবীরবাবুকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। অবস্থা বেগতিক বুঝে চিৎকার করতে থাকেন তিনি। আশপাশের লোকজন ছুটে গাড়িটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে। কয়েকজন দুষ্কৃতী ছুটে পালালেও জনতার হাতে ধরা পড়ে যায় গাড়ির চালক সহ দু’জন।

ধরা পড়ার পর জনতার হাতে প্রহৃত হয়ে তারা স্বীকার করে নেয় উপপ্রধান সুবীরবাবুকে তারা অপহণ করতেই এসেছিল। আর এই কাজ তারা করেছে শেখ বাপি নামে এক ঠিকাদারের কথাতেই।

গাছ কাটার টেন্ডার এবং টাকা পয়সাকে কেন্দ্র করেই এই অপহরণের কাণ্ড বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। দাসপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Published on: জানু ১৯, ২০১৮ @ ১৭:২৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =