সংবাদদাতা– কৃষ্ণা দাস
Published on: সেপ্টে ২০, ২০১৮ @ ২২:১০
এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২০সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গের কারাগারগুলিকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক সংশোধনাগার পরিদর্শন করলেন কারা দফতরের মুখ্য সচিব সঞ্জয় মুখোপাধ্যায়।
সুত্রের খবর, এদিন সঞ্জয় বাবু শিলিগুড়ি সংশোধনাগার ঘুরে দেখেন। জেলার সহ সংশোধনাগারের অন্যান্য কর্মীদের সঙ্গে কথাও বলেন। এরপর তিনি সংশ্লিষ্ট দফতরের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও করেন।
জানা গিয়েছে, সংশোধনাগারের পরিকাঠামোর উন্নয়নের বিষয়ে এদিন তাঁর কথা হয় বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের অন্যান্য সংশোধনাগারগুলিও তিনি পরিদর্শন করেছেন।
Published on: সেপ্টে ২০, ২০১৮ @ ২২:১০