ইয়েদুরিয়াপ্পা জানিয়ে দিলেন-কাল নিচ্ছেন শপথ, ব্যর্থ হতে চলেছে রাহুলের শেষ লাইফ লাইনও

দেশ
শেয়ার করুন

Published on: মে ১৬, ২০১৮ @ ১৭:২৬

এসপিটি নিউজ ডেস্কঃ কর্ণাটক বিধানসভা নির্বাচনের লড়াইয়ে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির কাছে পরাজিত হয়েছে। এটাই বাস্তব। আর এটা এমন একটা সময় যখন রাহুল গান্ধী দেশের সাম্প্রতিকালে হয়ে যাওয়া সব কটি বিধানসভা নির্বাচনে নিজের নেতৃত্বের প্রমাণ দিতে সচেষ্ট ছিলেন। কিন্তু বারেবারেই তিনি নরেন্দ্র মোদীর সামনে মুখ থুবড়ে পড়েছেন। শেষ আশা হিসেবে তিনি কর্ণাটক বিধানসভা দেখেছিলেন। কিন্তু দেখা গেল সেখানেও তিনি রয়ে গেছেন নরেন্দ্র মোদীর পিছনে। এভাবে বারেবারে পিছনে পড়ে থাকতে কারই বা ভালো লাগে?তাই তিনি বিজেপিকে রুখতে ধরলেন জেডিএস-এর হাত। তাতেও দেখা গেল বিপদ কাটেনি। কারণ, খোদ কর্ণাটকে কংগ্রেসের বিধায়কদের বৈঠকে অনেকেই উপস্থিত থেকে রাহুল গান্ধীর শেষ লাইফ লাইনকে ব্যর্থ করে দিতে সক্রিয় হয়েছে।যা নিয়ে প্রবল উৎসাহ এখন বিজেপি শিবিরে।

কর্ণাটক বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় পার্টি হিসেবে নিজেদের প্রমাণ করেছে বিজেপি। তারা সবচেয়ে বেশি আসনে জিতেছে ১০৪টি। যেখানে কংগ্রেস অনেক পিছনে রয়ে গেছে ৭৮টি আসন নিয়ে। নিজেরা পিছিয়ে পড়ায় তারা জেডিএস-এর হাত ধরে ১১২টি আসনের সংখ্যা দেখিয়ে রাজ্যপালের কাছে সরকার গড়ার প্রস্তাব দিয়ে এসেছে।

কিন্তু সত্যিই কি কংগ্রেসের এই প্রচেষ্টা সফল হবে? প্রশ্ন উঠেছে দলের ভিতরেই। কারণ, বুধবার কর্ণাটকে দলের বিধায়কদের বৈঠকে দেখা গেল কংগ্রেসের চার বিধায়ক অনুপস্থিত। এমনকী জেডিএসের দুই বিধায়কের কোনও খোঁজ নেই। কেউ জানে না তারা এখন কোথায়। এর মধ্যে এক নির্দল বিধায়ক বিজেপিকে সমর্থন দিয়ে বসে আছে। ফলে ইয়েদুরিয়াপ্পা যে তাঁর প্রিয় নেতা মোদীর ধ্বজা তুলে ধরতে সক্রিয় তা কিন্তু প্রমাণ করে দিতে সচেষ্ট হয়েছেন।

এখন যা অবস্থা তাতে কংগ্রেস আর জেডিএস-এর ১৫জন বিধায়ককে যদি গরহাজির দেখানো যায় তাহলে বিধায়কদের মোট ২২২ সংখ্যার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ক্ষেত্রে আসন সংখ্যার সীমা কমে দাঁড়াবে ২০৭। সেক্ষেত্রে বিজেপি ১০৪ টি আসনের সংখ্যা দেখালেই সরকার গড়ার সম্ভাবনা তাদের পক্ষে চলে যাবে। এখন পরিস্থিতি সেদিকেই গড়াতে শুরু করেছে। ফলে এখানেও যে রাহুল গান্ধী যে নরেন্দ্র মোদীর কাছে গোল খেতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না যদি না শেষ মুহূর্তে বড় ধরনের কোনও গরবড় না হয়।

আর তাই মুচকি হাসছে এখন ইয়েদুরুয়াপ্পা শিবির।ছবি-গুগল

Published on: মে ১৬, ২০১৮ @ ১৭:২৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

49 − = 40