বিক্ষো্ভ, অবরোধ আর হামলার ঘটনায় কাটল মঙ্গলবার

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                    ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মে ১৫, ২০১৮ @ ২২:৪২

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৫ মেঃ পঞ্চায়েত ভোটের পরদিনও নানা ঘটনায় কেটে গেল সারাদিন। সারা রাজ্যের মতো পশ্চিম মেদিনীপুর জেলায় ছিল এদিনও ঘটনার ঘনঘটা। শাসক-বিরোধী সকলেই স্নত্রাসের অভিযোগে সরব হলেন। সকলেই একে-অপরের বিরুদ্ধে অভিযোগে সোচ্চার হয়। তবে সবচেয়ে বড় ঘটনা ঘটে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের পাথরচাকড়ি গ্রামের রাস্তায় স্বপন মহাপাত্র নামে এক তৃণমূল কর্মীর উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। যারা সকলেই তৃণমূলের কর্মী বলে অভিযোগ তৃণমূলের। মেদিনীপুর শহরে বিজেপি সন্ত্রাস ও নিরাপত্তা দিতে না পারার জন্য রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ও পথসভা করে। ডেবরায় পঞ্চায়েত ভোটের দিন সিপিএম করমীরা আক্রান্ত হওয়ায় এদিন পুনর্নিবাচনের দাবিতে  লোয়াদা বাজারে রাজ্য সড়ক অবরোধ করে সিপিএম কর্মী সমর্থকরা।

মঙ্গলবার সবচেয়ে বড় ঘটনা ঘটে গোপীবল্লভপুর ১ নং ব্লকের ৫ নং অঞ্চলে। অভিযোগ, তৃণমূল কর্মী স্বপন মহাপাত্রর উপর মঙ্গলবার সকাল ন’টা নাগাদ বিজেপির সক্রিয় দশজন কর্মী অস্ত্রসস্ত্র নিয়ে পাথরচাকড়ী গ্রামের রাস্তায় হামলা চালায়। তাঁকে রক্তাক্ত অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা গোপীবল্লভপুর সুপার সেপ্শালিটি হাসপাতালে নিয়ে যায়।মাথায় গুরুতর আঘাত পাওয়া স্বপন মহাপাত্রকে ঝাড়গ্রাম সুপার সেপ্শালিটি হাসাপাতলে রেফার করার কথা জানায় চিকিৎসক।

একদিকে যখন বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ উঠছে তখন সেই বিজেপি আবার এদিন মেদিনীপুর শহরে তৃণমূল শাসিত রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে  পঞ্চায়েত নির্বাচন পরিচালনায় ব্যররথতা ও তাদের জন্য ২২ জন সাধারণ মানুষের প্রাণ চলে যাওয়ার অভিযোগ এনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে সরব হন।  এর প্রতিবাদে রাজ‍্যে ৩৫৬ ধারা জারি করার দাবিতে বিজেপির প্রতিবাদ মিছিল করে।

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ষাঁড়পুর লোয়াদা ৯ নং অঞ্চলে গতকাল নির্বাচন চলাকালীন আক্রান্ত হয়েছিল সিপিএম কর্মীরা। তার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে পুনর্নিবাচনের দাবিতে লোয়াদা বাজারে রাজ্য সড়ক অবরোধ করে সিপিএম কর্মী সমর্থকরা। কয়েকঘন্টা ধরে চলে অবরোধ।

Published on: মে ১৫, ২০১৮ @ ২২:৪২

 

 

 

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

53 − = 46