Published on: মার্চ ১৯, ২০২১ @ ১৭:৩২
এসপিটি নিউজ, কলকাতা, ১৯ মার্চ: আজ সকালে এক ভয়াবহ কাণ্ড ঘতে গেল আলিপুর চিড়িয়াখানায়। এক ব্যক্তি আচমকা সিংহের খাঁচায় ঢুকে পড়ে। আর সিংহ তাকে থাবা বসিয়ে ঘাড় কামরে টেনে নিয়ে যায় ভিতরে। যদিও চিড়িয়াখানার কর্মীদের সাহায্যে সেই আক্রান্ত ব্যক্তি উদ্ধার হয়। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা সেই ব্যক্তি সাধুর বেশে চিড়িয়াখানার ভিতরে ঘোরাঘুরি করছিল। তাকে এভাবে চিড়িয়াখানার ভিতরে ঘোরাঘুরি করতে নিষেধ করেছিল চিড়িয়াখানার কর্মীরা। কিন্তু তিনি তাদের ক্তহা শোনেননি। এরই মধ্যে গৌতম গুহচাইত নামে সেই ব্যক্তি আচমকা সিংহের এঙ্কলোজারের সামনে এসে দাঁড়ায়। সুযোগ বুঝে তার ভিতরে ঝাঁপ দেয়। পৌঁছে যায় একেবারে সিংহের খাঁচার সামনে। যেখানে ছাড়াই ছিল সিংহ। সিংহটি সেই ব্যক্তিকে এক থাবা মেরে কাবু করে আঁচড়ে দেয়। এরপর ধাড় ধরে একেবারে ভিতরে নিয়ে যায়। কাচকাছি ছিল সিংহের পালক। তিনি ও অন্যনায় কর্মীরা ছুটে এসে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে।
গুরুতর জখম ওই ব্যক্তিকে এরপর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ডান পা ও ডান কাঁধে আঘাত লেগেছে। কোমরেও চোট আছে। তার চিকিৎসা চলছে। জরুরী বিভাগেই তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
সংবাদ সংস্থা এএনআই আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশীষ কুমারকে উদ্ধৃত করে জানিয়েছে, আজ বেলা ১১টা নাগাদ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সিংহের খাঁচার ভিতরে ঢুকে আহত হয়েছেন। তাকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে তিনি ভালোই আছেন। চিকিৎসা চলছে।
Published on: মার্চ ১৯, ২০২১ @ ১৭:৩২