
Published on: অক্টো ২৮, ২০১৮ @ ০০:৪৮
এসপিটি বিনোদন ডেস্কঃ সোশ্যাল সাইটে এখন আরও সাহসী আরও খোলামেলা আমিশা প্যাটেল। বলিউডের লাস্যময়ী এই অভিনেত্রী মডেল ইদানীংকালে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন নিজের কিছু ছবি পোস্ট করে। যা তাঁকে আরও আকর্ষনীয় সুন্দরী করে তুলেছে।
সাম্প্রতিককালে তাঁর কোনও ছবি মুক্তি পায়নি বলিউডে। এক সময় ঋত্বিক রোশনের সঙ্গে “কহো না পেয়ার হ্যায়” ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। সানি দেওলের সঙ্গেও তাঁর ছবি সকলের নজর কেড়েছিল। তবে ইদানীংকালে তাঁকে চলচ্চিত্র জগতে সেভাবে দেখা যায় না।
এরই মধ্যে আমিশা তাঁর নিজের ফটোগ্রাফি ইন্সটাগ্রাম, ট্যুইটার-এ পোস্ট করছেন। যে ছবিগুলি নিয়ে অনেকের আগ্রহ চোখে পড়ার মতো। সিনেমা না করলেও এখনও তিনি যে বেশ সুন্দরী আছেন আর নিজের চেহারাও যে একইভাবে বলা যেতে পারে বয়সের সঙ্গে আরও বেশি সাহসী ও আকর্ষনীয় হয়ে উঠেছে তা কিন্তু বেশি করে প্রকাশ হয়ে চলেছে।
লাল ফুল স্লিভ মিনি টপ-এ আমিশা নিজেকে আকর্ষনীয় করে তুলেছেন ঠিক একইভাবে কালো রঙের উত্তেজক পোশাকে তিনি হয়ে উঠেছেন যেন আরও বেশি সাহসী।ছবি-ট্যুইটার
Published on: অক্টো ২৮, ২০১৮ @ ০০:৪৮