এসপিটি নিউজ, উলুবেড়িয়াঃ রাজস্থানে বাঙালি শ্রমিক আফরাজুল খানে হত্যার প্রতিবাদে শনিবার বিকালে হাওড়া গ্রামীন জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যেগে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয।প্রতিবাদ মিছিল উলুবেড়িয়া ষ্টেশন মোড় থেকে শুরু হয়ে লকগেটে উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরের সামনে শেষ হয। এদিনের প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীন জেলা সভাপতি পুলক রায়। মিছিলে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীন জেলা্ তৃণমূল যুব সভাপতি সুকান্ত পাল,উলুবেড়িয়া পুরসভার পুরপ্রধান অর্জুন সরকার,উপ পুরপ্রধান আব্বাস উদ্দিন খান,উলুবেড়িযা পূর্ব কেন্দ্র তৃণমুল কংগ্রেস সভাপতি বেনু সেন সহ উলুবেড়িযা পুরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা। এদিনের প্রতিবাদ মিছিলে তৃণমূল কর্মীদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতন।
এদিন বিধায়ক পুলক রায় বলেন মূলত বাঙালি শ্রমিক আফরাজুল খানকে নৃশংস হত্যা ও দেশজুড়ে বিজেপির হিংস্র রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমাদের এই প্রতিবাদ মিছিল।