
Published on: ফেব্রু ২২, ২০২৫ at ১০:৫২
এসপিটি নিউজ, কলকাতা, ২১ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারি কলকা্তায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হল মহান ‘ভাষা শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫’। বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে দিয়ে এই সংবাদ জানানো হয়েছে।
মোঃ তারিকুল ইসলাম ভুঁইয়া , প্রথম সচিব (প্রেস) প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন- একুশের সকালে উপ-হাইকমিশন চত্বরে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পতাকা অর্ধনমিত করেন ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার সিকদার মোঃ আশরাফুর রহমান। উপ-হাইকমিশনের প্রাঙ্গণের শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
‘মহান ভাষা শহিদ দিবস‘ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫’ উপলক্ষে কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) সৈয়দ আসফ রেজা প্রধান উপদেষ্টা এবং প্রথম সচিব (রাজনৈতিক) মরিয়ম বেগম স্বর্ণা পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন। এরপর ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনারের সমাপনী বক্তব্য এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপের অনুষ্ঠান শেষ হয়।
২১শে ফেব্রুয়ারি মহান ‘ভাষা শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর গুরুত্ব তুলে ধরতে এদিন সন্ধ্যায় উপ-হাইকমিশনের পরিবারবর্গ এবং পশ্চিমবঙ্গে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে উপ-হাইকমিশন প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে নৈশ্যভোজের মাধ্যমে দ্বিতীয় ধাপের অনুষ্ঠান শেষ করা হয়।
Published on: ফেব্রু ২২, ২০২৫ at ১০:৫২