শিলিগুড়িতে ‘রণংদেহী’ তৃণমূল কাউন্সিলর, পুলিশও সেখানে নীরব দর্শক

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– কৃষ্ণা দাস

Published on: সেপ্টে ২৬, ২০১৮ @ ২০:৫১

এসপিটি নিউজ, শিলিগুড়ি ,২৬ সেপ্টেম্বর: একজন জনপ্রতিনিধি তাও আবার শাসক দলের তার কাছ থেকে এমন আচরন!এটা কিরকম হল? প্রশ্ন তুলছেন অনেকেই। বুধবার বনধ চলার সময় দেখা যায় শিলিগুড়ি পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মাকে ‘রণংদেহী’ মূর্তিতে। এক বনধ সমর্থনকারী বিজেপি সমর্থকের দিকে হাত উঁচিয়ে মারমুখী হয়ে এগিয়ে যেতে।তার বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন।

ঘটনায় প্রকাশ, বুধবার সকাল থেকেই বনধের সমর্থনে শিলিগুড়ির মূল সড়কগুলোতে বিজেপি’র নেতা, কর্মী, সমর্থকরা মিছিল, বিক্ষোভ, এবং জোর করে বন্ধ করার চেষ্টা চালায়। সেইসঙ্গে বিভিন্ন এলাকাতেও এদিন বনধ সফল করার চেষ্টা করে তারা। সেই প্রয়াসকেই সফল করতে এদিন শিলিগুড়ির আশিঘর অঞ্চলের ঘোগোমালি বাজারে বেশ কয়েকজন বনধ সমর্থনকারীরা মিছিল করে বাজার বন্ধ করতে যায়।

অভিযোগ, সেইসময় ওই তৃণমূল কাউন্সিলার তার দলবল নিয়ে বিজেপি’র কার্যকর্তাদের ওপর হামলা চালায়। তার সাথে অনুগামীরা প্রথমে বনধ সমর্থনকারীদের মারধর করে। এরপর কাউন্সিলার নিজেও এক বিজেপি সমর্থককে মারধর করে।

আমাদের কাছে যে ছবি এসেছে তাতে দেখা গেছে-একটি দোকানের ভিতর তৃণমূল কাউন্সিলরকে হাত উঁচিয়ে সামনের একজনের দিকে ধেয়ে যেতে।আর এক ছবিতে দেখা গেছে ‘রণংদেহী’  মূর্তিতে একজনকে প্রহার করতে। ছবিতে দেখা গেছে সেখানে একজন পুলিশকে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকতে।

নীচে দেওয়া হল ছবিগুলি।

 

Published on: সেপ্টে ২৬, ২০১৮ @ ২০:৫১

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

68 − = 62