সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-বাপন ঘোষ
Published on: জুন ৭, ২০১৮ @ ২২:৫৩
এসপিটি নিউজ, সবং, ৭ জুনঃ সত্যিই এ এক আজব কাণ্ড! চিকিৎসা বিজ্ঞানে এমন কাণ্ড এর আগে ঘটেছে কিনা জানা নেই। সদ্যোজাত শিশুটির বুকের কাছে বেরিয়ে আছে হৃৎপিণ্ডটি। নড়াচড়া করছে। শিশুটি শুয়ে আছে।তবে এধরনের অস্ত্রোপচার খুবই কঠিন।তবে নানা কারণে এধরনের অস্বাভাবিক শিশুর জন্ম হয়ে থাকে। বলছেন মাতৃরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুশান্ত ঘোষ।
বুধবার প্রসব যন্ত্রণা নিয়ে সুষমা দাসমল নামে এক মহিলা ভর্তি হয়েছিলেন সবং হাসপাতালে। জন্মের পর দেখা যায় সদ্যোজাতের শরীরের বাইরে রয়েছে হৃৎপিণ্ডটি। সেটি নড়াচড়া করছে।এই অবস্থা দেখে সেখানকার চিকিৎসকরা দেরী না করে মায়ের সঙ্গে সদ্যোজাতকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সিসিইউ-তে শিশুটিকে কড়া সুরক্ষায় রাখা হয়। পরে কলকাতায় স্থানান্তর করা হয়।
মাতৃরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুশান্ত ঘোষ মনে করেন, এধরনের অস্তোপচারে ঝুঁকি মারাত্মক। খুব উচ্চমানের ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া এধরনের অস্ত্রোপচারে ঝুঁকি থেকে যায়। সাধারণতঃ বাবা-মায়ের শারীরিক অস্বাভাবিক্ত্ব থেকে এধরনের ঘটনা ঘটে। তবে এক্ষেত্রে কি থেকে হয়েছে তা পরীক্ষা না করলে সঠিকভাবে বলা মুশকিল।
Published on: জুন ৭, ২০১৮ @ ২২:৫৩