
Published on: মে ১৮, ২০১৮ @ ২১:২৭
এসপিটি নিউজ, কলকাতাঃ শুক্রবার বিকেলের ঝড়-বৃষ্টিতে ওলোট-পালোট হয়ে গেল শহর ও তার পার্শ্ববর্তী শহরতলী। কলকাতার শহরে বিস্তীর্ণ এলাকায় ঝড়ে গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। গাড়ির উপর গাছ পড়ে চালক আহত হয়।
কলেজ স্ট্রিট এলাকায় রাস্তার উপর গাছ পড়ে যায়। গণেশচন্দ্র অ্যাভেনিউ, বিডন স্ট্রিট, গার্ডেনরিচ, এস এন ব্যানার্জি সহ বহু এলাকায় ঝড়ে গাছ পড়ে বিপর্যস্ত হয় যান চলাচল।
সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে গার্ডেনরিচে। সেখানে একটি প্রাইভেট গাড়ির উপর গাছ পড়ে গিয়ে আহত হন চালক। এছাড়াও দুই ২৪ পরগ্না, হাওড়া, হুগলিতেও এদিন ঝড়-বৃষ্টি হয়েছে।
Published on: মে ১৮, ২০১৮ @ ২১:২৭