সুপ্রিম কোর্টের নির্দেশে কাল কর্ণাটক বিধানসভায় ফ্লোর টেস্ট, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ইয়েদুরাপ্পাকে

দেশ
শেয়ার করুন

Published on: মে ১৮, ২০১৮ @ ১০:০৫

এসপিটি নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের এই রায়কে ঐতিহাসিক বলে জানাল কংগ্রেস। তবে বিজেপির কাছে এটা একটা ঝটকা হলেও তারা এতে এতটুকু ভেঙে পড়েনি। ইয়েদুরাপ্পা জানিয়ে দিয়েছেন, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার জন্য তাদের ১৫ দিন সময় লাগবে না, কালই আমরা এর প্রমাণ দেব।

আজ কংগ্রেস-জেডিএস-এর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দিলেন কাল শনিবার কর্ণাটক বিধানসভায় বিকেল চারটে নাগাদ ইয়েদুরাপ্পাকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। যদিও ইয়েদুরাপ্পার আইনজীবী সাত দিন সময় চেয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট তা নাকচ করে দেয়। এই রায়ের ফলে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে রাহুল-কুমারস্বামীর কংগ্রেস-জেডিএস শিবির।

সুপ্রিম কোর্ট এদিন আরও জানিয়ে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত ইয়েদুরাপ্পা তাঁর শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারছেন ততক্ষণ পরযন্ত মুখ্যমন্ত্রী হিসেবে কোনও সিদ্ধান্ত তিনি নিতে পারবেন না। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে বিধায়কদের শপথ গ্রহণের আগে অ্যাংলো ইন্ডিয়ন সদস্যকে মনোনীত করা যাবে না।

সুপ্রিম কোর্টের এই রায়কে কংগ্রেস ঐতিহাসিক আখ্যা দিয়েছে। কংগ্রেসের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, “সুপ্রিম কোর্ট ঐতিহাসিক সিদ্ধান্ত শুনিয়েছে। কোর্ট এক নির্দেশ জারি করেছে।কোর্ট ফ্লোর টেস্টের জন্য বিকেল চারটের মধ্যে প্রোটেম স্পিকার নিয়োগ করার নির্দেশ দেয়।”

এই রায়ের পর বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন,”আমি মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছে। শনিবার বিধানসভায় অধিবেশন ডাকা হয়েছে। আমার ১০০ শতাংশ বিশ্বাস যে আমি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতব।” তিনি আরও বলেন,”আমরা সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পারব। কাল সকাল ১১টা নাগাদ রাজ্যপালকে বিধানসভায় আসার জন্য প্রয়োজনীয় ফাইল পাঠিয়েছি।আমি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চলেছি।”

বর্তমানে কর্ণাটক বিধানসভায় যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে বিজেপি ১০৪, কংগ্রেস ৭৮ , জেডিএস ৩৮্টি আসনে জিতেছে।

এদিকে প্রোটেম স্পিকার নিয়োগ হয়ে গেছে, বিজেপির কেজি বোপ্যায়া। বিজেপির তিনবারের এই বিধায়কের নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস।কংগ্রেসের অভিষেক মনু সিংভি বলেন, আমরা বোপ্যায়ার নিয়োগ মানতে পারছি না। এ নিয়ে আমরা শীঘ্রই ব্যবস্থা নেব। কারণ, কংগ্রেসের দেশপান্ডে সবচেয়ে সিনিয়র বিধায়ক।তিনি আট বারের বিধায়ক সে-ই প্রোটেম স্পিকারের প্রধান দাবিদার।

Published on: মে ১৮, ২০১৮ @ ১০:০৫

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

25 + = 35