অমরনাথ যাত্রায় হামলার আশঙ্কা, সাবধান করা হল নিরাপত্তা বাহিনীকে

দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: জুলা ২৭, ২০১৮ @ ২২:৫৬

এসপিটি নিউজ ডেস্কঃ এবারও অমরনাথ যাত্রায় বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে। হামলার নিশানা হতে পারে নিরাপত্তা বাহিনীও।পরিস্থিতি এর ফলে বেশ ভয়াবহ আকার নিয়েছে।সতর্ক করে দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে।

একটি সর্বভারতীয় হিন্দি নিউজ চ্যানেলের ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানা গিয়েছে, ১৬ অথবা ১৭ই জুলাই সন্ত্রাসবাদী কম্যান্ডার নিজেই রেইকি করতে অমরনাথের রুটের আশপাশের এলাকায় পৌঁছে গিয়েছে।

লস্কর কমান্ডার আবু হুরায়রা নিজে গু্লাববাগ, অহন্ত্রমা ও জাকুরাতে শিবির করে ছিলেন। যেখানে লস্কর কমান্ডার সেলিম পারেকেও খুসপোরা হাজিনের বাগানেও দেখা গিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, লস্কর জঙ্গি মীর জার্গমকেও ভিজপাড়া এলাকাতে দেখা গিয়েছে।

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী হিজবুল জঙ্গি কমান্ডার মোজাফফর ভাট কুলগাঁওয়ে চেহর এবং মত্তালহামায় নিরাপত্তা বাহিনীকে রেইকি করেছে। হিজবুল মুজাহিদিন আব্বাস শেখ গ্রুপ এছাড়াও গজনিপোরা এবং গসনিপোরায় লুকিয়ে ছিলেন।

গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে যে এই সব সন্ত্রাসীদের অভিপ্রায় অমরনাথ যাত্রা লক্ষ্য করা। স্পষ্টতই ষড়যন্ত্র গভীর, তাই ভ্রমণ যাত্রার সাথে জড়িত নিরাপত্তা কর্মীদের সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ছাড়াও, সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ও জয়স একসঙ্গে নিরাপত্তা বাহিনী আক্রমণের ষড়যন্ত্র করছে বলেও খবর আছে।

প্রতিবেদন অনুযায়ী, লস্কর এবং জয়শ কমান্ডা্রের মধ্যে তিনটি বৈঠক দাদসুরা, ত্রাল এবং ফুলওয়ামায় হয়েছে।  যদিও এদিন সলালে জয়শ জঙ্গিদের  লক্ষ্য ছিল লুকিয়ে আক্রমণ করা। যাদের মূল উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ করে তাদের কাছে থেকে হাতিয়ার ছিনিয়ে নেওয়া।

Published on: জুলা ২৭, ২০১৮ @ ২২:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 49 = 53