চন্দ্রগ্রহণের আগেই বন্ধ করে দেওয়া হল কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের প্রবেশ দ্বার

দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: জুলা ২৭, ২০১৮ @ ১৮:৩২

এসপিটি নিউজ ডেস্কঃ চন্দ্রগ্রহণের যোগ লেগে গিয়েছে। তাই শুক্রবার দুপুর একটা ১১ মিনিট থেকে বদ্রীনাথ ধামের দরজা কাল ভোর পর্যন্ত বন্ধ থাকবে। শুক্রবার দুপুরের সন্ধ্যাকালীন পুজো-আরতি দেওয়ার পরই মন্দিরের প্রবেশ দ্বার বন্ধ করে দেওয়া হয়।

শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির সমিতির জনসংযোগ আধিকারিক ডা. হরিশ গৌর জানান, চন্দ্রগ্রহণের যোগ লাগার ফলে বদ্রীনাথ মন্দিরের দরজা এদিন ১২টা ৩০ মিনিটে এবং কেদারনাথ মন্দিরের দরজা ২টো ৫৪মিনিটে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।

দ্বিতীয় দিন মন্দিরের দরজা যথারীতি খুলে দেওয়া হবে। পুজোও রোজকার মতোই চলতে থাকবে। আজ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১টা ৫৪মিনিটে। চলবে ২৮শে জুলাই ভোর ৩টে ৪৯মিনিট পর্যন্ত। কাল নির্ধারিত সময়ে কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

চন্দ্রগ্রহণের কারণে দেশের সমস্ত বড় মন্দির বন্ধ থাকবে। বারাণসী ও এলাহাবাদে এদিন সন্ধ্যার গঙ্গারতি দুপুরেই হয়ে গিয়েছে।

Published on: জুলা ২৭, ২০১৮ @ ১৮:৩২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

40 + = 50