কোভিড বিধি মেনেই রাস পূর্ণিমা উৎসব আজ থেকে শুরু মায়াপুর ইসকনে

Main কোভিড-১৯ দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ৩০, ২০২০ @ ০৮:২০

এসপিটি নিউজ, মায়াপুর, ৩০ নভেম্বর:  করোনা কালে ফের আরও একটি উৎসব চলে এল। রাসপূর্ণিমা উৎসব। শ্রীধাম মায়াপুর ইসকনে আজ থেকে শুরু হতে চলেছে সুপ্রাচীন ঐতিহ্যবাহী এই উৎসব।কোভিড বিধি মেনেই আয়োজিত হবে এই উৎসব। চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত।

মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন- যথাযথ ধর্মীয় রীতি নীতি ও মর্যাদার সঙ্গে আজ সোমবার ৩০ নভেম্বর থেকে আগামী মঙ্গলবার ২ ডিসেম্বর পর্যন্ত মায়াপুর ইসকনে রাসপূর্ণিমা উৎসব পালন করা হবে। রাসপূর্ণিমা থেকে প্রতি সপ্তাহের শনিবার বিকেল চারটে থেকে ছ’টা পর্যন্ত রাধামাধবকে হাতির পিঠে চাপিয়ে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা বেরোবে মন্দির চত্বরে। আর তা চলবে আগামী দোলপূর্ণিমা পর্যন্ত। আলোকমালায় সাজিয়ে তোলা হবে মন্দির চত্বরকে। দেশ-বিদেশের বিশেষজ্ঞরা বিভিন্ন ভাষায় রাস্লীলার তাৎপর্য ও মাহাত্ম্য আলোচনা করবেন।

Published on: নভে ৩০, ২০২০ @ ০৮:২০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

63 − = 62