
Published on: আগ ৩, ২০১৮ @ ১৮:৫৮
এসপিটি নিউজ, বারাসত, ৩ আগস্টঃ শুক্রবার সকালে শিলচর থেকে দমদম বিমানবন্দরে নেমেই রাজ্যের পুর ও নগোরন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন-“বিজেপি গুন্ডাদের দল”।আর তার ঠিক পরেই এদিনই বীরভূমের সিউড়িতে বিজেপির এক অবস্থান-বিক্ষোভ সভায় দাঁড়িয়ে তাদেরই এক নেতা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্যকে আরও সুদৃঢ় করলেন। বিজেপির ন্যাশনাল কাউন্সিলের সদস্য নির্মলচন্দ্র মন্ডল হুমকি দিলেন-“দিদি, তোমার যদি ভাইপো খুন হয়ে যায় তখন কি হবে দিদি।” এই বক্তব্যের ভিডিও ক্লিপিং বারাসত থানায় জমা পড়েছে। অভিষেককে খুনের হুমকি দেওয়ায় বিজেপি নেতা নির্মল চন্দ্র মন্ডলের বিরুদ্ধে বারাসত থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
ঠিক কি বলেছেন ঐ বিজেপি নেতা তা একবার দেখে নেওয়া যাক-“লড়াই চলছে কেরল। ওরা একটা খুন করলে আমরা দুটো খুন করি ভাই। সেইরকম মারামারি আমরা এখানে শুরু করব। দিদি, কি হবে দিদি? তোমার যদি ভাইপো খুন হয়ে যায় তাহলে কি হবে দিদি? তখন কি হবে দিদি? লোকে বলে ভাইপো, তবে আমি বলছি না।”
বীরভূমের সভায় দাঁড়িয়ে খুনের হুমকি দেওয়া বিজেপি নেতা নির্মলচন্দ্র মন্ডলের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারাণ সম্পাদক সম্রাট তপাদার। বারাসত থানায় করা এফআইআর নম্বর ১৬৯। বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারী দন্ডবিধির ৫০০, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Published on: আগ ৩, ২০১৮ @ ১৮:৫৮