অডিও বার্তায় ভারতী গলা চড়াতেই তদন্তে গতি বাড়াল সিআইডি, তল্লাশিতে ছাড় নেই অভিযুক্ত পুলিশের শ্বশুরবাড়িও

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                ছবি-রামপ্রসাদ সাউ

Published on: ফেব্রু ১২, ২০১৮ @ ০১:১২

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারিঃ শনিবারই প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এক অডিও বার্তায় সিআইডি-কে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিল-সিআইডি তার কিছুই করতে পারবে না। দেখা হবে আদালতে। এরপরদিন অর্থাৎ রবিবার কিন্তু সিআইডি তাদের তদন্তের গতি আরও তীব্র করে দিল। এদিন তারা ভারতী ঘনিষ্ঠ আর এক পুলিশ অফিসার রাজশেখর পাইনের শ্বশুর বাড়িতে হানা দিয়ে তল্লাশি অভিযান চালাল। পুলিশের একাংশ এখন ব্যঙ্গ করে বলস্ত শুরু করেছে, পুলিশকে জামাই করলে তার যে কত হ্যাপা তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন শ্বশুরমশাই।

রবিবার দাসপুর থানার রাধাকান্তপুর গ্রামে সিআইডি-র আট সদস্যের এক প্রতিনিধি দল অভিযুকদল পুলিশ অফিসার রাজশেখর পাইনের শ্বশুর গোপাল মাইতিকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায়। এই দলে নেতৃত্ব দেন ডিএস্পি পদ মর্যাদার এক অফিসার। দলে ছিল দাসপুর থানার পুলিশও।

শনিবার রাজশেখর পাইনের দাসপুর থানার বৈকুণ্ঠপুর গ্রামের বাড়িতে সিআইডি তল্লাসী চালিয়ে হিসাব বহির্ভূত টাকা ও সোনা উদ্ধার করে।

রাজশেখর পাইনের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা ফেরত না দেওয়ার অভিযোগ আছে। সেই অভিযোগ করেছে এক গরু ব্যবসায়ী। ঐ ব্যবসায়ী একই অভিযোগ করেছে ভারতী ঘোষ, সুজিত মণ্ডল, বিশ্বজিত ঘোষের বিরুদ্ধে।এছাড়াও দাস্পুর থায় আরও দুটি তোলাবাজির অভিযোগ হয়েছে। তা নিয়েও সিআইডি তদন্ত শুরু করেছে। অর্থাৎ অডিও বার্তায় ভারতী গলা চড়ানোর পরই সিআইডি তদন্তে গতি বাড়িয়েছে।

Published on: ফেব্রু ১২, ২০১৮ @ ০১:১২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 1 =