রায়গঞ্জ-কলকাতা রুটে নয়া ট্রেনের অনুরোধ জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী

Main দেশ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: জুলা ৪, ২০১৯ @ ২১:১২

এসপিটি নিউজ, নয়া দিল্লি, ৪জুলাই:  সমস্যা বহুদিনের। কিন্তু তা মেটেনি আজও। রায়গঞ্জবাসীর ক্ষোভ তাই রয়েই গিয়েছে। তবে এতদিনে বোধ হয় তাদের সেই শিকে ছিঁড়তে চলেছে। তাদের সাংসদ কেন্দ্রের নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী আজ কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুশ গোয়েলের নিকট রায়গঞ্জ-কলকাতা রুটে নতুন ট্রেন চালু করার অনুরোধ জানালেন।

আজ বৃহস্পতিবার রেলমন্ত্রী পীযুশ গোয়েলের সঙ্গে দেখা করেন নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি তাঁর অনুরোধ লিখিত চিঠির আকারে রেলমন্ত্রীর হাতে তুলে দিয়ে আসেন।

বর্তমানে রায়গঞ্জ-কলকাতা রুটে মাত্র একটি ট্রেন রাধইকাপুর এক্সপ্রেস চলাচল করে। একটি ট্রেন রায়গঞ্জবাসীর পক্ষে খুবই অসুবিধার কারণ হয়ে উঠছে। ব্যবসা, চিকিৎসা, শিক্ষা নানা কারণে প্রতিনয়ত কলকাতায় আসা-যাওয়া লেগেই থাকে। তাই একটি মাত্র ট্রেন এখন সমস্যা মেটাতে ব্যর্থ। সেখানকার মানুষের কথা ভেবেই সাংসদ দেবশ্রী চৌধুরী এদিন রেলমন্ত্রীকে বিষয়টি বুঝিয়ে বলেন। রেলমন্ত্রী তাঁকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন।

Published on: জুলা ৪, ২০১৯ @ ২১:১২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − = 9