অমরনাথ যাত্রায় শিবভক্তদের জন্য ঢাল হয়ে দায়িত্ব পালন করে চলেছেন আইটিবিপি জওয়ানরা

Main দেশ ধর্ম ভ্রমণ
শেয়ার করুন

এ পর্যন্ত, জওয়ানরা অধিক উচ্চতায় শ্বাস নিতে কষ্ট হওয়া এমন ২৫জন তীর্থযাত্রীকে অক্সিজেন দিয়ে স্বাভাবিক করেছেন।

 Published on: জুলা ৪, ২০১৯ @ ২৩:৩৫

এসপিটি নিউজ ডেস্ক: বরফে ঢাকা পাহাড়কে সুরক্ষিত রাখার কাজে দক্ষ ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ বাবা অমরনাথ যাত্রায় দেশ-বিদেশের ভক্তদের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে আছে। বাবা অমরনাথের গুহার নিকট গ্লেসিয়ারের ফলে বরফের উপর দিয়ে যাত্রা সহজ করার বন্দোবস্ত করতে আইটিবিপি জওয়ানরা পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরের হাত থেকে ভক্তদের বাঁচাতে দিনরাত কাজ করে চলেছেন। এই জওয়ানরা শুধু যে যাত্রীদের সুরক্ষা দেওয়ার কাজ করে যাচ্ছেন তাই নয় পাশাপাশি তাদের মেডিক্যাল টিম যাত্রীদের চিকিৎসা সুবিধাও দিয়ে চলেছেন।

পাথর ও বরফের টুকরো আটকাতে তৎপর আইটিবিপি

যাত্রাকে সহজ করতে ও সুরক্ষিত রাখতে আইটিবিপি কর্মীরা জুন মাসের শেষ সপ্তাহ থেকে পহলগাঁও, বালতাল রুটের দুর্গম এলাকায় তাঁবু ফেলে রয়েছে। আইটিবিপি-এর মাউন্টেন রেসকিউ টিমের কাছে সব রকমের প্রাকৃতিক দুর্যোগ থেকে যাত্রীদের রক্ষা করার উপকরন রয়েছে। পাহাড়ের ঢালগুলিতে পড়ে থাকা পাথর আটকাতে তাদের কাছে শিল্ডও আছে। এটি দিয়ে ছোট পাথর এবং বরফের টুকরো আটকানো সম্ভব। এই জওয়ানরা  সহায়ক ভূমিকা পালন করছে, দুর্বল স্বাস্থ্যের কারণে ভক্তদের তাত্ক্ষণিক সাহায্য প্রদান করে।

অক্সিজেন নিয়ে হাজির

আইটিবিপি ভ্রমণ রুটের এমন অংশ চিহ্নিত করেছে যেখানে অক্সিজেন কম। জওয়ানরা ভক্তদের দ্রুত অক্সিজেন দিয়ে তাদের শারীরিক অবস্থাকে ঠিক রাখার দায়িত্ব পালন করে চলেছে। 12,000 ফুট উপরে কোনও যাত্রীর যদি শ্বাস নিতে কষ্ট হয় তবে তাকে সঙ্গে সঙ্গে অক্সিজেন দিয়ে স্বাভাবিক করা হয়।

এ পর্যন্ত, জওয়ানরা অধিক উচ্চতায় শ্বাস নিতে কষ্ট হওয়া এমন ২৫জন তীর্থযাত্রীকে অক্সিজেন দিয়ে স্বাভাবিক করেছেন। জওয়ানরা অবিলম্বে অক্সিজেন দিয়েছিল যাতে তাদের স্বাস্থ্যের বনতি না হয়। বুধবার জম্মু থেকে 4,600 এরও বেশি তীর্থযাত্রী রওনা হয়েছেন, যাদের মধ্যে  15 জন শ্বাসযন্ত্রের সমস্যায় পড়েছেন। তাদের অবস্থা দেখে আইটিবিপি জওয়ানরা সাহায্য করেছিল।

15 ই আগস্ট যাত্রা শেষ হওয়ার আগে পর্যন্ত আইটিবিপি জওয়ানরা দেশের বিভিন্ন রাজ্যের তীর্থযাত্রীদের শ্রীবাবা অমরনাথ যাত্রায় আসার জন্য সাহায্য করবে।

Published on: জুলা ৪, ২০১৯ @ ২৩:৩৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =